Gauri Khan FIR: শাহরুখ স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, গৌরীর নামে দায়ের FIR
Gauri Khan: এবার বিশ্বাস ভঙ্গের অভিযোগ উঠল তাঁর নামে। বুধবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে এফআইআর দায়ের করা হয় গৌরীর নামে।
আইনি জটে এবার শাহরুখ খান পত্নী গৌরী খান। ঝড়ের গতিতে ভাইরাল হল খবর। গৌরী খানের নিজের ইন্টেরিয়ার অর্থাৎ অন্দরসজ্জা ব্যবসা রয়েছে। বেশ দাপটের সঙ্গেই তিনি সেই ব্যবসা চালাচ্ছেন একা হাতেই। শাহরুখ খানের পরিচিতিতে বেঁচে থাকা নয়, নিজের এক পরিচিতি তৈরি করতে চেয়েছিলেন গৌরী বরাবর। বিটাউনের অধিকাংশ সেলেবই তাঁকে দিয়ে নিজের বাসস্থান সাজিয়ে তোলার উদ্যোগ নিয়ে থাকেন। তবে এবার সেই গৌরী খানের নামেি উঠল অভিযোগ। যার জেরে এবার আইনি জটে পড়তে হল সেলেবকে।
এবার বিশ্বাস ভঙ্গের অভিযোগ উঠল তাঁর নামে। বুধবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে এফআইআর দায়ের করা হয় গৌরীর নামে। ৪০৯ ধারায় এবার অভিযোগ দায়ের গৌরীর নামে। মুম্বইয়ের বাসিন্দা যশবন্ত শাহ এই অভিযোগ করেন। তিনি একটি প্রপার্টি কিনেছেন, লক্ষ্ণৌ-এর গল্ফ সিটি এরিয়াতে। তবে সঠিক সময় তিনি ফ্ল্যাট হাতে পেলেন না। মোট ৮৬ লাখ টাকা তিনি এই প্রপার্টি বাবদ দিয়েছিলেন। তাঁর কথায়, তিনি তুলসি গ্রুপের এই প্রপার্টি কিনেছিলেন গৌরী খানের নাম দেখেই। কারণ এই প্রপার্টিটার ব্র্যান্ড অ্যাম্বাসডর অর্থাৎ প্রচারের মুখই হলেন গৌরী খান।
তবে অভিযোগকারীর বক্তব্য, তিনি সঠিক সময় এই ফ্ল্যাট হাতে পাননি। সেই কারণেই এবার এফআইআর দায়ের করেছেন। যখন কোনও সেলেব প্রচারের মুখ হন, তখনই তাঁর এক বাড়তি দায় থাকে সেই সম্পত্তির প্রতি নজর রাখা, বা যে কোনও ক্ষেত্রেই তাঁর ফেসভ্যালু যাতে ভূল পথে চালিত না হয়, তার প্রতি নজর রাখা। যে মর্মে অতীতে বহু সেলেব সমস্যার মুখে পড়েছিলেন। সেই তালিকায় এবার নাম লেখালেন গৌরী খান। শাহরুখ খানের স্ত্রীকে দেখেই এই প্রজেক্ট কিনবেন অনেকে, তা আগে থেকেই জানা ছিল সংস্থার, কিন্তু সঠিক সময় বাড়ির চাবি হাতে তুলে দিতে না পাড়ায় এবার সেই সমস্যা এসে পড়ল কিং খানের স্ত্রীর ঘাড়ে।