Oscar 2024: বাংলায় নিষিদ্ধ ছবিই এবার অস্কারের দৌড়ে, খুলতে পারে অভিষেকের ভাগ্যও

Oscar 2024: ২০২৩ সালে অস্কারের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছিল 'আরআরআর' ও 'দ্য এলিফ্যান্ট উইস্পারস'-এর মতো ছবি। সূত্র জানাচ্ছে, ২০২৪ সালের অস্কারের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ভারত। কোন কোন ছবিগুলিকে পাঠানো হবে তা নিয়েও চলছে জোর আলোচনা।

Oscar 2024: বাংলায় নিষিদ্ধ ছবিই এবার অস্কারের দৌড়ে, খুলতে পারে অভিষেকের ভাগ্যও
বাংলায় নিষিদ্ধ ছবিই এবার অস্কারের দৌড়ে
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 6:19 PM

২০২৩ সালে অস্কারের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছিল ‘আরআরআর’ ও ‘দ্য এলিফ্যান্ট উইস্পারস’-এর মতো ছবি। সূত্র জানাচ্ছে, ২০২৪ সালের অস্কারের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ভারত। কোন কোন ছবিগুলিকে পাঠানো হবে তা নিয়েও চলছে জোর আলোচনা। শোনা যাচ্ছে দৌড়ে এগিয়ে রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’র ছবিটি, যে ছবি নিয়ে কয়েক মাস আগে কম জলঘোলা হয়নি। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাতেই। সে নিয়ে রাজনৈতিক মহলেও কম আলোচনা হয়নি। সব কিছু ঠিক থাকলে ‘দ্য কাশ্মীর ফাইলস’এর মতো এই ছবিটিকেও অস্কারে প্রতিনিধিত্ব করতে পারে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া।

দৌড়ে রয়েছে অভিষেক বচ্চন ও সাইয়ামি খের অভিনীত ছবি ‘ঘুমর’ও। ছবিটি বক্স অফিসে দাগ কাটতে না পারলেও মানূষের মনে দাগ কেটেছে। সমালোচক মহলে বেশি প্রশংসিত হয়েছে আর বল্কির এই ছবি। এ ছাড়াও সত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে তৈরি ‘দ্য স্টোরিটেলার’ ছবিটিও পাঠানো হতে পারে বলে খবর। সম্ভাব্য ছবি তালিকায় রয়েছে নন্দিতা দাস পরিচালিত ‘জ়ুইগ্যাটো’ ছবিটিও। ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন কপিল শর্মা। ইতিমধ্যেই অস্কার কমিটি শুরু করে দিয়েছে মনোনয়ন প্রক্রিয়া। সারা ভারত থেকে খুব শীঘ্রই বেছে নেওয়া হবে কুড়িটি ছবি। গত বছরের মতো এই বছরই দেশের মুখ উজ্জ্বল করতে পারে কিনা ছবিগুলি, এখন সেটাই দেখার।