Sourav Chakraborty: ৪৫০ টি মেয়েকে নতুন জীবন দানের প্রতিশ্রুতি, এগিয়ে এলেন সৌরভ

Sourav Chakraborty: সম্প্রতি রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' যারা দেখেছেন সুন্দরবন ও পার্শ্ববর্তী অঞ্চলে নারীপাচার-শিশুপাচারসহ একাধিক প্রতারণার আভাস কিছুটা হলেও চাক্ষুষ করেছে তাঁরা।

Sourav Chakraborty: ৪৫০ টি মেয়েকে নতুন জীবন দানের প্রতিশ্রুতি, এগিয়ে এলেন সৌরভ
এগিয়ে এলেন সৌরভ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 12:02 AM

সম্প্রতি রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ যারা দেখেছেন সুন্দরবন ও পার্শ্ববর্তী অঞ্চলে নারীপাচার-শিশুপাচারসহ একাধিক প্রতারণার আভাস কিছুটা হলেও চাক্ষুষ করেছে তাঁরা। এ সমস্যা আজকের নয়, বহুদিনের। এবার ওই অঞ্চলের নাবালিকাদের বিয়ে রুখতে, তাঁদের সুন্দর জীবন দানে এগিয়ে এল কথাকলি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটি বা সংক্ষেপে KSWS ও SVP India… উদ্দেশ্য একটাই, স্থানীয় ৪৫০ জন মেয়ের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে তাদের খেয়াল রাখা। নিজের পায়ে দাঁড়িয়ে এক সুন্দর স্বপ্নের দিকে তারা যাতে এগিয়ে যেতে পারেন, সেই যাত্রায় পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হওয়া। এই প্রচারের মুখ হিসেবে তাঁরা বেছে নিয়েছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তীকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষার শক্তিতে আমি বিশ্বাসী। একজন অভিনেতা, পরিচালক এবং লেখক হিসাবে, যুবদের শিক্ষার উপর জোর দেওয়া কর্তব্য বলে মনে করি।কেএসডব্লিউএস-এর মাধ্যমে, ওদের সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার নিচ্ছি আমি। ওরা ভাল থাকুক এটাই চাই”। শুধু সৌরভই নন, এই শুভ উদ্যোগে এগিয়ে এসেছেন অনেকেই। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ওদের মনে, মাথা উঁচু করে জীবন যুদ্ধে জয়ী হোক ওঁরা, এই ইচ্ছে নিয়েই আগামী স্বপ্নের দিকে পা বাড়িয়েছে এই সংস্থা। একটি মেয়ের শিক্ষার জন্য বার্ষিক ১২, ০০০ টাকা দিয়ে এই উদ্যোগে সামিল হতে পারেন আপনিও।