AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shweta Tiwari: ‘ঈশ্বর আমার অন্তর্বাসের মাপ নিচ্ছে…’, বিতর্কিত মন্তব্য করে বিপাকে শ্বেতা

নিজের আসন্ন ওয়েব সিরিজ 'শো টপার'-এর প্রচার করতে মধ্যপ্রদেশের ভোপালে এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সিরিজটি ফ্যাশন দুনিয়া নিয়ে নির্মিত। সেখানেই সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে হাসতে হাসতে শ্বেতা আচমকাই বলে ওঠেন...

Shweta Tiwari: 'ঈশ্বর আমার অন্তর্বাসের মাপ নিচ্ছে...', বিতর্কিত মন্তব্য করে বিপাকে শ্বেতা
বিতর্কিত মন্তব্য করে বিপাকে শ্বেতা
| Edited By: | Updated on: Jan 27, 2022 | 9:25 PM
Share

বিতর্কিত মন্তব্য করে বিপাকে শ্বেতা তিওয়ারি। মধ্য প্রদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র উগরে দিলেন ক্ষোভ। সংবাদমাধ্যমকে জানালেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশও দিয়েছেন তিনি। কী বলেছেন শ্বেতা? কেনই বা করেছেন এ হেন মন্তব্য।

নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘শো টপার’-এর প্রচার করতে মধ্যপ্রদেশের ভোপালে এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সিরিজটি ফ্যাশন দুনিয়া নিয়ে নির্মিত। সেখানেই সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে হাসতে হাসতে শ্বেতা আচমকাই বলে ওঠেন, “ভগবান আমার ব্রা এর মাপ নিচ্ছে”। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় শ্বেতার বলা সেই কথা। শুরু হয় চরম নিন্দা। গোটা ঘটনাটি কানে ওঠে ওই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্ররও।

এ দিন এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমের সামনেই তীব্র ক্ষোভ উগরে দেন মন্ত্রী। তিনি বলেন, “আমি শুধু শুনিইনি। ভিডিয়োটিও দেখেছি। ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই ভোপালের পুলিশ কমিশনারকে গোটা ঘটনাটি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে। এর পরেই আগামী পদক্ষেপ কী হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” যদিও শ্বেতার তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য আসেনি।

বিতর্ক শ্বেতার বরাবরের সঙ্গী। কখনও স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা আবার কখনও বা সন্তানের অধিকার নিয়ে স্বামীর সঙ্গে আইনি লড়াই… শ্বেতার জীবন গতিপথে চড়াই উতরাই লেগেই থাকে। এরই মধ্যে একটি মন্তব্যে তোলপাড় গোটা দেশ। জল কতদূর গড়ায় এখন সেটি দেখার।