Kantara Box Office: কর্ণাটকেই ১০০ কোটি টিকিট বিক্রি হয়েছে ‘কান্তারা’ ছবির, এই ছবির ব্যবসা আকাশ ছুঁয়েছে…

Karnataka Tickets: নিজের জায়গাকে এবং ভাষাকে এতখানি ভালবাসলে তবেই এই ধরনের নিদর্শন পাওয়া যায়।

Kantara Box Office: কর্ণাটকেই ১০০ কোটি টিকিট বিক্রি হয়েছে 'কান্তারা' ছবির, এই ছবির ব্যবসা আকাশ ছুঁয়েছে...
তবে ছকভেঙে আবারও নজর কাড়ল দক্ষিণী দুনিয়া। ইতিমধ্যেই ছবির চলতি বছরে আইএমডিবি-র সেরা দশের তালিকায় নাম লিখিয়ে কান্তারা। বর্তমানে ওটিটি-তে রমরমিয়ে চলছে ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2022 | 5:35 PM

একেই বলে ভাষার প্রতি প্রেম। একেই বলে জাতীয়তাবাদ। নিজের জায়গাকে এতখানি ভালবাসলে তবেই এই ধরনের নিদর্শন পাওয়া যায়। জানেন কি, কন্নড় ছবি ‘কান্তারা’ কর্ণাটকে কত সংখ্যক বিক্রি হয়েছে? শুনলে অবাক হবেন – ১ কোটি! ভাবতে পারছেন।

কর্ণাটকে জন্ম ‘কান্তারা’ ছবির পরিচালক ঋষভ শেট্টির। মাতৃভাষাতেই তৈরি করেছেন তাঁর এই ছবি। সেই ভাষাতেই সাড়া ফেলে দিয়েছেন তিনি। কেবল কর্ণাটক নয়, সারা দেশে এখন জয়জয়কার আঞ্চলিক এই ছবির। সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ কন্নড় ভাষায় ‘কান্তারা’ রিলিজ় করে প্রেক্ষাগৃহে। একমাসেরও বেশি সময় অতিক্রম করে ফেলেছে ছবি। তাও একে নিয়ে আলোচনার অন্ত নেই। এখনও পর্যন্ত হলে ভিড় করে ছবি দেখার ধুম কমছে না। অক্টোবরের ১৪ তারিখ হিন্দিতে ডাব হয়ে ছবি মুক্তি পেয়েছে।

গ্লোবাল বক্স অফিসে এখনও পর্যন্ত ৩০০ মিলিয়ান ডলারের (ভারতীয় মূদ্রায় তা প্রায় ২৪,৫১,০৪,৫০,০০০ কোটি টাকা) ব্যবসা করে ফেলেছে এই ছবি। আইএমডিবিতেও ভাল স্কোর করেছে। ২৫০টি সেরা ভারতীয় ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের গল্প ‘কান্তারা’। জমি রাজনীতি এবং মানুষ-প্রকৃতির লড়াইকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। সাফল্য পাওয়ার পর নানা সাক্ষাৎকার দিয়েছেন ছবির অভিনেতা এবং পরিচালক ঋষভ শেট্টি। তিনি জানিয়েছেন, ছবিটি হিন্দি ভাষায় ডাব করা হয়েছে ঠিকই, কিন্তু এ ছবিকে হিন্দি ভাষায় রিমেক করতে দিতে চান না তিনি। মানে করেন, প্রত্যেক জায়গার আঞ্চলিকতা ভিন্ন। রিমেক করলে সেটা বজায় থাকে না।