Anushka Sharma: ‘সবকিছু ছেড়ে বিরাটের সঙ্গে এটাই করব রবিবার…’, জানালেন অনুষ্কা শর্মা
Anushka Sharma-Virat Kohli Sundays: সম্প্রতি একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে দেখা যায় বিরাট এবং অনুষ্ঠাকে। প্রশ্ন-উত্তর পর্ব তৈরি হয়েছিল সেই বিজ্ঞাপনকে কেন্দ্র করে। তাতে নিজের বাড়ি নিয়ে অনুষ্কা নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বিরাটের। বিরাটও তাই। অনুষ্কার নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তখনই বিরাট অনুষ্কাকে জিজ্ঞেস করেন, তাঁর কাছে আদর্শ রবিবার কী?

সম্প্রতি জানা গিয়েছে অনুষ্কা শর্মার মা হওয়ার রটনা সত্যি। স্বামীর সঙ্গে তাঁর একদিনের ক্রিকেট বিশ্বকাপের ট্যুরে এ রাজ্যেস সে রাজ্যে ঘুরছেন অনুষ্কা। সারাক্ষণই তাঁর দিকে নজর অনুরাগীদের। পোশাকের আড়ালে অনেক ঢেকেও অনুষ্কা তাঁর বেবি বাম্পি লুকাতে পারলেন না। প্রকাশ্যে চলেই এল খুশির খবর।
সম্প্রতি একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে দেখা যায় বিরাট এবং অনুষ্ঠাকে। প্রশ্ন-উত্তর পর্ব তৈরি হয়েছিল সেই বিজ্ঞাপনকে কেন্দ্র করে। তাতে নিজের বাড়ি নিয়ে অনুষ্কা নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বিরাটের। বিরাটও তাই। অনুষ্কার নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তখনই বিরাট অনুষ্কাকে জিজ্ঞেস করেন, তাঁর কাছে আদর্শ রবিবার কী?
রবিবারগুলো কীভাবে কাটাতে চান অনুষ্কা, তাই নিয়ে খোলসা করেছেন অভিনেত্রী-প্রযোজক। প্রথমেই বলেছেন সারা রবিবার তিনি কাটাতে চান তাঁর কন্যা ভামিকার সঙ্গে। সকাল থেকেই তাঁর সঙ্গে খেলা করতে চান। রঙের বইতে রং করতে চান এবং ব্লক দিয়ে বাড়ি তৈরি করতে চান। তারপর ভামিকা ঘুমিয়ে পরার পর সোফায় বসে টিভিতে ভাল কিছু দেখতে চান। সঙ্গে খেতে চান কফি।
২০১৭ সালে বিরাট কোহলিকে বিয়ে করেছিলেন অনুষ্কা শর্মা। ইতালিতে চুপিসারে বিয়ের সারেন তাঁরা। ২০২০ সালে করোনাকালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান ভামিকা। ভামিকার জন্মের ৩ বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনও পর্যন্ত কন্যার মুখ প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। তবে তাঁর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আর লুকিয়ে রাখতে পারেননি বিশ্ববাসীর কাছে।
