সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী পোষ্যপ্রেমী। এ কথা দর্শক, শ্রোতার অজানা নয়। বাড়িতে পোষ্য সারমেয় রয়েছে তাঁর। নাম বুলবুলি। পোষ্যকে নিজের মেয়ের মতো ভালবাসেন, যত্ন করেন তিনি। এ বার পরিবারে এল নতুন এক পোষ্য সদস্য।
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি সারমেয়কে কোলে নিয়ে নিজের ছবি শেয়ার করেছেন ইমন। ক্যাপশনে লিখেছেন, গোটা পৃথিবীর সঙ্গে সন্দেশ চক্রবর্তীর পরিচয় করিয়ে দিলাম। বুলবুলির পর সন্দেশ এখন ইমনের পরিবারের সদস্য।
শুধুমাত্র বাড়িতে পোষ্যের যত্ন করেই কিন্তু নিজের সামাজিক দায়িত্ব শেষ করে ফেলেন না ইমন। এলাকার সারমেয়দের লকডাউনের সময় খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। কোনও কুকুরকে দত্তক নেওয়ার বিষয় তাঁর নজরে এলে তা তিনি শেয়ার করেন। অসুস্থ সারমেয়র চিকিৎসারল ব্যবস্থাও করতে দেখা গিয়েছে তাঁকে। তাই তাঁর পরিবারের সন্দেশের আগমন যেন প্রত্যাশিতই ছিল, এমনটাই মনে করেন অনুরাগীরা। তাঁরা খুশি এই খবরে।
প্রতি মুহূর্তে নতুন কিছু করার প্রয়াস জারি রাখেন ইমন। নতুন ধরনের গান গাওয়ার চেষ্টা করেন। তেমনই এক নতুন প্রয়াস কীর্তন। সদ্য মুক্তি পেল তাঁর গাওয়া ‘জগৎ সাজে বৃন্দাবন’। নতুন এই গান ফেসবুকে শেয়ার করে ইমন লিখেছিলেন, ‘নতুন গান, কীর্তন। প্রথমবার গাওয়ার চেষ্টা করেছি।’ আকাশ চক্রবর্তীর কথায় নীলাঞ্জন ঘোষের সুরে এই গান গেয়েছেন ইমন। জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পীর এই নতুন গান ইতিমধ্যেই পছন্দ করছেন শ্রোতাদের বড় অংশ।
কিছুদিন আগে স্বাধীনতা দিবসের দিনে রবীন্দ্রনাথের একটি গান নিজের ইউটিউব চ্যানেলে লঞ্চ করেন ইমন। রবীন্দ্রনাথের অত্যন্ত পছন্দের গান ‘ও আমার দেশের মাটি’ বহুবার গেয়েছেন ইমন। কিন্তু রেকর্ড করা হয়নি। ১৫ অগস্ট উপলক্ষ্যে সেই গান রেকর্ড করেছেন গায়িকা।
ওই গানটির অ্যারেঞ্জমেন্ট করেছিলেন অয়ন মুখোপাধ্যায়। মিক্স মাস্টারিং করেছিলেন নীলাঞ্জন ঘোষ। ভিডিয়ো করেছিলেন দেবর্ষি এবং টিম। ইমন চক্রবর্তী প্রোডাকশনের অন্যতম দুই সদস্য মুন এবং গৌরব সহযোগিতা করেছিলেন বলে জানান ইমন। তিনি বলেন, “নতুনদের নিয়ে কাজ করার চেষ্টা করছি আমরা। নতুনরা আসছেন। আমার গান যেমন মুক্তি পাবে, তেমনই নতুনদের গানও মুক্তি পাবে আমাদের ইউটিউব চ্যানেলে।”
তার ঠিক আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় সুরারোপ করে প্রথম কাজ করেন ইমন। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় সুর দিয়ে তৈরি সেই অন্য রকম কম্পোজিশন শ্রোতার পছন্দ হয়েছে। নতুন এই গানের প্রসঙ্গে ইমন আগেই বলেছিলেন, “একটা ইউনিক কম্পোজিশন গাইলাম। পিন্টুদা, পিন্টু ঘটক অত্যন্ত গুণী মিউজিশিয়ান। আমাকে একদিন ফোন করে বললেন, অগ্নিভ একটা কম্পোজিশন ভেবেছে তোর জন্য। আমি তো প্রথমে শুনে ভেবেছিলাম, রবীন্দ্রনাথের কবিতাতে সুর, কী ভাবে পারব আমি জানি না। তারপর তো ভাল কাজ হয়েছে। এটা টিমওয়ার্ক। গৌতমদা রেকর্ড করেছেন। মিল্টনদা ভিডিয়োগ্রাফিতে রয়েছেন।” এই অন্য রকম কাজের নেপথ্যে কোন ভাবনা কাজ করেছিল? সে প্রসঙ্গে অগ্নিভ বলেছিলেন, “রবীন্দ্রনাথের লেখার ইন্টারপ্রিটেশন নানা ভাবে করা যায়। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আমার খুব পছন্দের কবিতা। সেটা মিউজিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করেছি।”
আরও পড়ুন, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সায়রা বানু