নেহা ধুপিয়ার বেবি শাওয়ার, কারা নিমন্ত্রিত ছিলেন?

Neha Dhupia: সদ্য বেবি শাওয়ার অনুষ্ঠিত হল নেহার। আত্মীয়, পরিবার এবং বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করলেন অভিনেত্রী।

| Edited By: | Updated on: Sep 01, 2021 | 2:27 PM
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় মাতৃত্বের খবর শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। প্রকাশ্যে এসেছে তাঁর বেবি বাম্পের ছবিও। সদ্য বেবি শাওয়ার অনুষ্ঠিত হল তাঁর। আত্মীয়, পরিবার এবং বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করলেন নেহা।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় মাতৃত্বের খবর শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। প্রকাশ্যে এসেছে তাঁর বেবি বাম্পের ছবিও। সদ্য বেবি শাওয়ার অনুষ্ঠিত হল তাঁর। আত্মীয়, পরিবার এবং বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করলেন নেহা।

1 / 7
২০১৮-র নভেম্বরে প্রথম সন্তান মেহেরের জন্ম দেন নেহা। এখন তাঁর বয়স ৪০ বছর। ফলে দ্বিতীয় মাতৃত্ব নিয়ে অনেক বেশি সাবধানী তিনি।

২০১৮-র নভেম্বরে প্রথম সন্তান মেহেরের জন্ম দেন নেহা। এখন তাঁর বয়স ৪০ বছর। ফলে দ্বিতীয় মাতৃত্ব নিয়ে অনেক বেশি সাবধানী তিনি।

2 / 7
নেহার কথায়, “দ্বিতীয় মাতৃত্ব প্রথম বারের থেকে অনেকটাই আলাদা। প্রথমবার অনেক প্রশ্ন ছিল মনে। এখন বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি জানি। তবে লকডাউনের জন্য সমস্যা অনেক বেশি। বাড়িতেই থাকতে হচ্ছে। মেহেরের সঙ্গে সময় কাটাচ্ছি।”

নেহার কথায়, “দ্বিতীয় মাতৃত্ব প্রথম বারের থেকে অনেকটাই আলাদা। প্রথমবার অনেক প্রশ্ন ছিল মনে। এখন বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি জানি। তবে লকডাউনের জন্য সমস্যা অনেক বেশি। বাড়িতেই থাকতে হচ্ছে। মেহেরের সঙ্গে সময় কাটাচ্ছি।”

3 / 7
নেহা আরও জানান, করোনা পরবর্তী পৃথিবীতে জীবন অনেক বেশি অনিশ্চিত হয়ে গিয়েছে। এখন সন্তানকে পৃথিবীতে আনার আগে অনেক ভাবতে হচ্ছে মায়েদের। কিন্তু নিজে পজিটিভ থাকলে সব সমস্যার সমাধান করা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।

নেহা আরও জানান, করোনা পরবর্তী পৃথিবীতে জীবন অনেক বেশি অনিশ্চিত হয়ে গিয়েছে। এখন সন্তানকে পৃথিবীতে আনার আগে অনেক ভাবতে হচ্ছে মায়েদের। কিন্তু নিজে পজিটিভ থাকলে সব সমস্যার সমাধান করা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।

4 / 7
মেহের যে দিদি হতে চলেছে, তা নাকি মেয়েকে বুঝিয়েছেন নেহা। তাঁর কথায়, “আমি ওকে বাচ্চাদের ছবি দেখাই। ও জানে, আমাদের বাড়িতেই একটা বেবি আসবে। একটা নামও ঠিক করেছে। ওর কোন কোন খেলনাগুলো তাকে দেবে, সেটাও ঠিক করেছে মেহের।”

মেহের যে দিদি হতে চলেছে, তা নাকি মেয়েকে বুঝিয়েছেন নেহা। তাঁর কথায়, “আমি ওকে বাচ্চাদের ছবি দেখাই। ও জানে, আমাদের বাড়িতেই একটা বেবি আসবে। একটা নামও ঠিক করেছে। ওর কোন কোন খেলনাগুলো তাকে দেবে, সেটাও ঠিক করেছে মেহের।”

5 / 7
দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার পরই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন নেহা। করোনা আক্রান্ত হয়েছিলেন স্বামী অঙ্গদ বেদী। গোটা সময়টা মেহেরকে নিয়ে আলাদা থাকতে হয়েছিল তাঁকে। টেনশনে কেটেছে সে সব দিন।

দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার পরই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন নেহা। করোনা আক্রান্ত হয়েছিলেন স্বামী অঙ্গদ বেদী। গোটা সময়টা মেহেরকে নিয়ে আলাদা থাকতে হয়েছিল তাঁকে। টেনশনে কেটেছে সে সব দিন।

6 / 7
মাতৃত্বের খবর সোশ্যাল ওয়ালে শেয়ার করে নেহা ক্যাপশনে লিখেছিলেন, ‘বড় প্রজেক্ট’। অন্যদিকে মজা করে অঙ্গদ লিখেছিলেন, ‘হোম প্রোডাকশন আসছে’। অগণিত অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।

মাতৃত্বের খবর সোশ্যাল ওয়ালে শেয়ার করে নেহা ক্যাপশনে লিখেছিলেন, ‘বড় প্রজেক্ট’। অন্যদিকে মজা করে অঙ্গদ লিখেছিলেন, ‘হোম প্রোডাকশন আসছে’। অগণিত অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।

7 / 7
Follow Us: