Lata Mangeshkar Death: মনে হচ্ছে আমার স্বজন বিয়োগ হল: ইমন চক্রবর্তী

"আমার মনে হয় লেটস সেলিব্রেট হার। আমার মনে হয় উনি এতদিন নিজেকর গানের মাধ্যমে আমাদের আনন্দ দিয়ে এসেছেন। আজকের দিনে সেটাকে আমরা মৃত্যু না বলে এটাকে আমরা বলি উনি যথা স্থানে গিয়েছেন।

Lata Mangeshkar Death: মনে হচ্ছে আমার স্বজন বিয়োগ হল: ইমন চক্রবর্তী
গ্রাফিক্স- অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2022 | 1:37 PM

“এই খবরের কোনও প্রতিক্রিয়া হয় না।” লতা মঙ্গেশকরের প্রয়াণে কিছুটা আক্ষেপ, কিছুটা মন খারাপের সুর সঙ্গীত শিল্পী ইমনের কথায়। না আজ কারোর সঙ্গেই কথা বলতে ইচ্ছে করছে না তাঁর। টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হলে ইমনের কন্ঠে একরাশ মন খারাপ। তাঁর কথায়. “উনি যেভাবে ভারতীয় সঙ্গীত জগতকে যে উচ্চতায় পৌঁছিয়েছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। মৃত্যু তো মানুষের হবেই। আত্মা তো শরীর থেকে বেরোবে তা তো কিছু করার নেই।”

তিনি আরও যোগ করেন, “আমার মনে হয় লেটস সেলিব্রেট হার। আমার মনে হয় উনি এতদিন নিজেকর গানের মাধ্যমে আমাদের আনন্দ দিয়ে এসেছেন। আজকের দিনে সেটাকে আমরা মৃত্যু না বলে এটাকে আমরা বলি উনি যথা স্থানে গিয়েছেন। উনি দেবলোকে বিরাজ করুন। আমরা ওনাকে ওনার গানের মাধ্যমে উদযাপন করি।”

ইমনের কথায়, “উনি তো অনুপ্রেরণা নন, উনি হলেন শিক্ষা। ওনার গান আমার কাছে শিক্ষা। আমি শিখেছি ওনার গান থেকে। আমার মনে হচ্ছে আমার স্বজন বিয়োগ হল। তাই লতাজির মৃত্যু সংবাদের কোনও প্রতিক্রিয়া হতে পারে না। না, এ জীবনে তাঁর সঙ্গে আমার সাক্ষাৎ হল না । সেই সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু তাই নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। রবীন্দ্রনাথের সঙ্গেও তো আমার কখনও সাক্ষাৎ হয়নি। কিন্তু আমার কখনও মনেই হয় না ওঁনার সঙ্গে আমার কখনও দেখা হয়নি। আমার তো মনে হয় রোজ দেখা হয়। লতাজির ক্ষেত্রেও সেই একই ভাবনা কাজ করে। আমি আমার গানের মাধ্যমে প্রতিদিন ওঁনার সঙ্গে দেখা করি। রবীন্দ্রনাথ, লতাজি এঁনারা আমার জীবনের বড় হয়ে ওঠার সঙ্গী। ”

আরও পড়ুন:Lata Mangeshkar Death: ‘…মনে হয়েছে মা সরস্বতীর মূর্তি না বানিয়ে ওঁরই পুজো করি ‘, ধরা গলায় বললেন হৈমন্তী

আরও পড়ুন :Mangeshkar Sisters: ইতিহাসের একমাত্র ছবি, গান গেয়েছিলেন লতা-আশা-উষা, মঙ্গেশকর বোনেদের সঙ্গে গলা মিলিয়েছিলেন মান্না দে!

আরও পড়ুন:Rupankar On Lata Mangeshkar Death: বেনারস গেলেও লতাজির গান, পুরীতে বেড়াতে গিয়েও সঙ্গী তিনিই: রূপঙ্কর