Pushpa: ‘পুষ্পা’তে মজে জাহ্নবীও, ২৪ দিনে কত কোটি আয় করল অর্জুনের ওই ছবি?

সম্প্রতি ছবিটি দেখে ফেলেছেন জাহ্নবী। আর এই পরেই হিরোর প্রশংসায় তিনি পঞ্চমুখ। একটাই কথা বের হয়েছে তাঁর হাত দিয়ে, 'মাইন্ড ব্লোন'।

Pushpa: 'পুষ্পা'তে মজে জাহ্নবীও, ২৪ দিনে কত কোটি আয় করল অর্জুনের ওই ছবি?
২৪ দিনে কত কোটি আয় করল অর্জুনের ওই ছবি?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2022 | 3:20 PM

এখনও এক মাসও পার হয়নি। এরই মধ্যে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা…’। রেকর্ড গড়ছে, নিজেই ভাঙছে নিজের রেকর্ড। দক্ষিণী এই অভিনেতাকে দেখে অবাক বলিউডের অভিনেতারাও। অর্জুন কাপুর থেকে জাহ্নবী কাপুর… বাদ নেই কেউই। বক্সঅফিস অব ইন্ডিয়ার রিপোর্ট বলছে মাত্র ২৪ দিনেই এই ছবির আয় ৩২৫ কোটি টাকা। তাহলেই ভাবুন!

সম্প্রতি ছবিটি দেখে ফেলেছেন জাহ্নবী। আর এই পরেই হিরোর প্রশংসায় তিনি পঞ্চমুখ। একটাই কথা বের হয়েছে তাঁর হাত দিয়ে, ‘মাইন্ড ব্লোন’। পুষ্পা হ্যাংওভার থেকে যেন কিছুতেই বের হতে পারছেন না তিনি। করোনাকালেই ছবিটি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। মুক্তির তারিখ ১৭ ডিসেম্বর। সে সময় রমরমিয়ে চলছিল ‘স্পাইডারম্যান’।

হলিউড ওই সুপারহিরোকে টেক্কা দিয়ে বাজার কতটা দখল নিতে পারবে তা নিয়ে চিন্তায় ছিলেন নির্মাতারা। কিন্তু মুক্তির পর দেখা গেল, শুধু দখল নেওয়াই নন, বক্সঅফিসে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ছবিটি। দক্ষিণী ছবি হয়েও দেশের বিভিন্ন রাজ্যে রমরমিয়ে ব্যবসা করছে ৪ টি ভাষায় মুক্তি পাওয়া ছবি।

এরই মধ্যে মুক্তি পায় রণবীর সিংয়ের ‘৮৩’। পুষ্পার ক্যারিশ্মার কাছে ফিকে হয়ে যায় ওই ছবিও। বিশ্বকাপি বিজয়ের নস্টালজিয়ার থেকেও আল্লুর ‘সোয়াগ’ মনে ধরে সিনেপ্রেমীদের প্রায় সিংহভাগের। অন্ধ্রপ্রদেশের চন্দনকাঠের চোরাকারবারিকে কেন্দ্র করেই এই ছবি। ছবিতে আল্লু অর্জুন ছাড়াও রয়েছেন রশ্মিকা মন্দনা, ফাহাদ ফাসিল।

সম্প্রতি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় নির্মাতারা সত্ত বিক্রি করেছেন অ্যামাজন প্রাইমের কাছে। সেখান থেকেও প্রযোজকদের লাভের খাতায় যোগ হয়েছে বড় ধরনের অঙ্ক। অন্যদিকে ওই স্ট্রিমিং প্ল্যাটফর্মেও রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি। ছবিতে সাধারণ শ্রমিক থেকে আল্লুর গ্যাংস্টার হিসেবে উত্থান দেখানো হয়েছে আর বাস্তবে করোনা-অতিমারিকে সামনে রেখেও এক দক্ষিণী ছবির সারা দেশে গ্রহণযোগ্যতা প্রত্যক্ষ করছে নেটিজেন।

আরও পড়ুন- Krishnokali: প্রায় ৪ বছরের যাত্রা শেষ করল ‘কৃষ্ণকলি’, চোখের জলে বিদায়