Bappi Lahiri Death: মনে প্রাণে বাঙালি, মাছ প্রিয় ছিল বাপ্পিদার: স্মৃতিচারণায় জিৎ গঙ্গোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 16, 2022 | 11:21 AM

বাপ্পি লাহিড়ির স্মৃতিচারণায় সঙ্গীত পরিচালক ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়।

Bappi Lahiri Death: মনে প্রাণে বাঙালি, মাছ প্রিয় ছিল বাপ্পিদার: স্মৃতিচারণায় জিৎ গঙ্গোপাধ্যায়
বাপ্পি লাহিড়ীর স্মৃতিচারণায় জিৎ গঙ্গোপাধ্যায়।

Follow Us

সঙ্গীত জগতের যে বৃহত্তর পরিবার, সেখান থেকে একের পর এক মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। লতাজি, সন্ধ্যাদি… বাপ্পিদার খবরটা তো সবেমাত্র পেলাম। বিশ্বাসই করতে পারছি না। বাপ্পিদার সঙ্গে আমার খুবই ভাল সম্পর্ক ছিল। আমাকে অত্যন্ত স্নেহ করতেন। কিছুদিন আগেও দেখা হয়েছিল। ওঁর মুম্বইয়ের বাড়িতে আমাদের যাতায়াত আছে। প্রচুর গান শুনে ফোন করতেন, আশীর্বাদ করতেন, উৎসাহ দিতেন। বউদি, ঋদ্ধিমা, বাপ্পা… ওঁরা আমার ভীষণই ক্লোজ়। গতকাল সন্ধ্যাদির চলে যাওয়ার খবর শুনলাম। আর আজ বাপ্পিদা… একের পর এক কী যে ঘটে চলেছে বলে বোঝাতেই পারছি না। কোভিড অনেক অনেক মানুষের আপনজনকে কেড়ে নিয়েছে। এটা যেন তাড়াতাড়ি বন্ধ হয়। আর সত্যি পারা যাচ্ছে না। আজ সঙ্গীত জগতের যে পরিবার, সেখান থেকে তিনজন নক্ষত্র চলে গেলেন। আমরা অভিভাবকহারা হলাম।

বাপ্পিদা মনে প্রাণে বাঙালি ছিলেন। আমাকে ওই জন্য আরও বেশি ভালবাসতেন। যাঁরাই বাংলা থেকে মুম্বইয়ে গিয়েছেন, সকলকেই বাপ্পিদা বলতেন মনটা যেন বাংলাতেই আমাদের পড়ে থাকে। বাংলা গান, বাংলা খাওয়াদাওয়া পছন্দ করতেন। খেতে ভালবাসতেন মাছ। বাংলায় কত জনপ্রিয় গান তৈরি করেছেন বাপ্পিদা। আমি একটাই কথা বলতে চাই, ওঁর গানে… কভি অলবিদা না কেহ না! আমি ওঁকে কিছুতেই অলবিদা বলব না। আমি বলতেই পারব না। বাপ্পিদা সবসময় থাকবেন আমাদের মধ্যেই। সারাজীবন চির সবুজ হয়ে বিরাজ করবেন আমাদের মনে।

আরও পড়ুন: Bappi Lahiri Death: কাল সন্ধ্যাদি আজ বাপ্পিদা! ২০২২ এ কী নিয়ে এল: কুমার শানু

আরও পড়ুন: Bappi Lahiri Death: প্রয়াত ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি, মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ প্রবাদপ্রতিম সুরকার-গায়কের

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Obituary: তীর বেঁধা পাখি আর গাইবে না গান

Next Article