Jonas Family: প্রিয়াঙ্কার পরিবারে ভাঙন? ‘বিয়ের উপর বিশ্বাসটাই চলে গেল’, চোখে জল ভক্তদের
Jonas Family: তিন ভাই ও তাঁদের স্ত্রী-- হলিউডের জোনাস পরিবারের মিলমিশ এতদিন ছিল 'টক অব দ্য ওয়ার্ল্ড'। সেই পরিবারেও ভাঙনের গুঞ্জন। তাঁদের একটাই প্রশ্ন, "কী করে সম্ভব?"
তিন ভাই ও তাঁদের স্ত্রী– হলিউডের জোনাস পরিবারের মিলমিশ এতদিন ছিল ‘টক অব দ্য ওয়ার্ল্ড’। সেই পরিবারেও ভাঙনের গুঞ্জন। তাঁদের একটাই প্রশ্ন, “কী করে সম্ভব?” কেউ লিখছেন,’ভালবাসার উপর বিশ্বাসটাই চলে গেল’। কী ঘটেছে? প্রিয়াঙ্কা চোপড়ার শ্বশুরবাড়ি অর্থাৎ জোনাস পরিবারে মেজো ভাই কেভিন জোনাস। অভিনেত্রী সোফি টারনারের সঙ্গে দীর্ঘ চার বছরের বিবাহিত জীবন তাঁর। এতদিন সব কিছু ভালই চলছিল, তবে সম্প্রতি রটেছে তাঁদের বিবাহিত জীবনে শুরু হয়েছে অশান্তি। রটেছে, গত ছয় মাস ধরেই নাকি কিছুই ভাল যাচ্ছে না। লস এঞ্জেলসের ‘ডিভোর্স লয়ার’-এর সঙ্গেও নাকি কথা বলছেন তাঁরা। রিপোর্ট বলছে, গত তিন মাস ধরে তাঁদের দুই সন্তানের দেখভাল করছেন জো। ব্যান্ড যখন বিশ্বট্যুরেও যাচ্ছে তখনও নাকি জো তাঁদের নিয়েই ঘুরছেন।
সম্প্রতি মায়ামিতে তাঁদের বিলাসবহুল বাড়িও বেচে দিয়েছেন জো ও সোফি। হঠাৎ করেই কেন যৌথভাবে কেনা সম্পত্তি তাঁরা বেচে দিলেন সে নিয়েও উঠছে প্রশ্ন। এই খবর সামনে আসার পর থেকেই ভক্তদের মন খারাপ, চোখ জল তাঁদের। স্ত্রীদের প্রতি জোনাস পরিবারের ভালবাসা এতদিন ছিল উদাহরণ। সেই পরিবারই ভাঙছে শুনে তাঁদের একটাই বক্তব্য, “ভালবাসার উপর বিশ্বাসই উঠে গেল।” অনেকেই আবার টেনে আনছেন জোনাস পরিবারের সেজ ভাই নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রসঙ্গও। তাঁরা যেন এমনটা কোনওদিন না করেন, এমনটাই অনুরোধ তাঁদের।
২০১৬ সালে জো ও সোফির প্রথম দেখা হয়। তিন বছর ডেটিংয়ের পর ২০১৯ সালে বিয়ে করেন তাঁরা। ২০২০ সালে তাঁদের প্রথম সন্তান হয়। এরপর দ্বিতীয় সন্তান হয় ২০২২ সালে। সব কিছু ঠিকই ছিল, হঠাৎ যে কী হল? এই প্রশ্নই তোলপাড় এখন বলিউড থেকে হলিউড। তবে জো অথবা সোফি এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। জো’র শেয়ার করা ছবিতেও দেখা যাচ্ছে, হাতের আঙুলে বিয়ের আংটি এখনও জ্বলজ্বল করছে।