AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut: ‘আমার ছবি পুরস্কার পায়নি বলে…’, জাতীয় পুরস্কারের তালিকা দেখে এ কী বললেন কঙ্গনা

Viral Post: তালিকায় নাম নেই কঙ্গনা রানাওয়াতের। তবে কী সেই অভিমান থেকেই এই মন্তব্য। এদিন পুরস্কারের তালিকা প্রকাশ্যে আসতেই কী বললেন বলিউড স্টার কঙ্গনা রানাওয়াত?

Kangana Ranaut: 'আমার ছবি পুরস্কার পায়নি বলে...', জাতীয় পুরস্কারের তালিকা দেখে এ কী বললেন কঙ্গনা
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 3:44 PM
Share

২৪ অগাস্ট, ৬৯ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা প্রকাশ্যে আসে। আর সেখানেই একের পর এক সেলেব অনবদ্য কাজের সুবাদে জায়গা করে নেন সেই তালিকায়। যেখানে নাম পাওয়া যায় সর্দার উধম ছবির, পঙ্কজ ত্রিপাঠি, পল্লবী যোশী, শ্রেয়া ঘোষাল, কাল ভৈরব, আলিয়া ভাট, সঞ্জয় লীলা বনশালির। তবে তালিকায় নাম নেই কঙ্গনা রানাওয়াতের। তবে কী সেই অভিমান থেকেই এই মন্তব্য। এদিন পুরস্কারের তালিকা প্রকাশ্যে আসতেই কী বললেন বলিউড স্টার কঙ্গনা রানাওয়াত? সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করেন তিনি। যেখানে স্পষ্টভাষায় লেখা, সকল বিজেতাদের শুভেচ্ছা। এটা সত্যি এক অনবদ্য প্রয়াস, যেখানে গোটা দেশের প্রতিভাকে এক মঞ্চে নিয়ে আসা যায়।

এটা সত্যি এক অভুতপূর্ব উদ্যোগ, যেখানে দেশের বিভিন্ন কোণ থেকে প্রতিভাদের চিহ্নিত করে তাঁদের সম্মানিত করা। এখানেইশেষ নয়, তিনি আরও বলেন, আপনায়া যাঁরা আমার ছবি থালাইভি পুরস্কার পায়নি বলে কষ্ট পাচ্ছেন, তাঁদের উদ্দেশে বলি, আমি সত্যি ধন্য আমার কৃষ্ণ আমায় যা দিয়েছেন এবং যা দেননি। এবং আপনাদের ভালবাসা ও প্রশংসাকে আমি সম্মান জানাই।

কঙ্গনা রানাওয়াতে এই পোস্ট দেখা মাত্রই মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন মহলে। কারও অনুমান তিনি অভিমান থেকে এই মন্তব্য করেছেন, কেউ আবার মনে করছেন, কঙ্গনা রানাওয়াত তাঁর ছবি নির্বাচিত না হওয়ার কারণেই এভাবে দর্শকদের কাছে নিজের বার্তা উপস্থাপন করেছেন। যদিও কঙ্গনা রানাওয়াত এই বিষয় অতীতে মন্তব্য করতে দেখা যায়নি। প্রসঙ্গত, কঙ্গনা রানাওয়াত এখন ব্যস্ত তাঁর আগামী ছবি এমার্জেন্সি ছবির কাজ নিয়ে। এই ছবির কাজ নিয়ে প্রথম থেকেই বেশ যত্নশীল অভিনেত্রী। ইতিমধ্যেই ছবির লুক, টিজ়ার দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি করণ জোহরও এই ছবি নিয়ে উৎসাহ দেখিয়েছেন।