Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইন্ডিয়ান আইডলের সেরা ৬ প্রতিযোগীকে সুযোগ দিচ্ছেন করণ জোহর

আর মাত্র দুই দিন। সঞ্চালক হিসেবে ওটিটিতে আত্মপ্রকাশ ঘটতে চলেছে করণ জোহরের। বিগবসের ১৫ তম সিজনের ওটিটি ভার্সন সঞ্চালনা করবেন তিনি।

ইন্ডিয়ান আইডলের সেরা ৬ প্রতিযোগীকে সুযোগ দিচ্ছেন করণ জোহর
চাঁদের হাট
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 9:17 AM

এ যেন মেঘ না চাইতেই জল। সোজা একটাকা থেকে একবারে জ্যাকপট। ইন্ডিয়ান আইডলের এ বারের সিজনের প্রতিযোগীদের কাছে যেন হাতের মুঠোয় চাঁদ। তাঁদের সুযোগ দেবেন বলি পরিচালক করণ জোহর। গল্প নয় সত্যি। অতিথি হিসেবে ওই শো’য়ে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন করণ।

করণ জানিয়েছেন এই মুহূর্তে যে ছয় প্রতিযোগী ইন্ডিয়ান আইডলের মঞ্চে রয়েছেন তাঁরা প্রত্যেকেই সবাই ভীষণ গুণী। তাই তাঁর প্রযোজনা সংস্থা ধর্ম থেকে তাঁদের প্রত্যেককে দিয়েই গান গাওয়াতে চান করণ। করণ যোগ করেন, ইন্ডিয়ান আইডলের এই সিজন যেন সব দিক থেকেই সেরা। এখানেই শেষ নয়, অনুষ্ঠানে তিনি শেয়ার করেন ফিল্মি দুনিয়ার কিছু অজানা কথাও। এই যেমন করণ জানান, উদিত নারায়ণের এক অন্ধবিশ্বাসের কথা। শাহরুখের গলায় গান যখনই উচিত গান গাইতে যেতেন তখনই এক গোলাপি রঙের শার্ট পরতে দেখা যেত তাঁকে। উচিত নারায়ণের দৃঢ় বিশ্বাস ছিও তাঁর ও শাহরুখের জুটিকে সুপারহিট বানাতে ওই টি-শার্টই সেরা।

আরও পড়ুন-‘অনুষাকেই জিজ্ঞাসা করুন, কেন ছবি মুছেছি’, বলিপাড়ায় আবারও এক বিচ্ছেদ!

আর মাত্র দুই দিন। সঞ্চালক হিসেবে ওটিটিতে আত্মপ্রকাশ ঘটতে চলেছে করণ জোহরের। বিগবসের ১৫ তম সিজনের ওটিটি ভার্সন সঞ্চালনা করবেন তিনি। প্রস্তুতি তুঙ্গে, ইতিমধ্যেই নাম প্রকাশ হয়ে এ বারে অংশ নেওয়া বেশ কিছু প্রতিযোগীর। করণ জানিয়ে দিয়েছেন তাঁর পক্ষে বিগবসের ঘরে টানা দেড় মাস কাটানো একেবারেই সম্ভব নয়। কারণ তিমি ফোন ছাড়া এক ঘণ্টাও থাকতে পারেন না। যদিও সঞ্চালনা নিয়ে তিনি বেশ উত্তেজিত।