Kiara Advani: মা হতে চান কিয়ারা, কারণ জানলে আপনি হাসি চাপতে পারবেন না
Kiara Advani: কিয়ারা চান মা হতে। নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। যা শুনলে হাসি কিছুতেই চেপে রাখতে পারবেন না তিনি।

এই সবে বিয়ে হয়েছে কিয়ারা আডবাণীর। গত ৭ ফেব্রুয়ারি সিদ্ধার্থ মালহোত্রার গলায় মালা দিয়েছেন তিনি। বলিউডে ট্রেন্ড মেনে এখনই তাঁর সন্তান না নেওয়ারই কথা। যদিও কিয়ারা চান মা হতে। নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। যা শুনলে হাসি কিছুতেই চেপে রাখতে পারবেন না তিনি। কিয়ারা অভিনেত্রী। তাই নিত্যদিন তাঁকে মেনে চলতে হয় কড়া ডায়েট। কিন্তু মা হলে আর থাকবে না সেই বাধ্যবাধকতা। কিয়ারা জানিয়েছেন মা হলে যখন যা খুশি খেতে পারবেন, আর সেই কারণেই মা হওয়ার এর বাসনা তাঁর। এ তো গেল মজার কথা। বাস্তব জীবনে প্ল্যানিং না করে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না বলেই ধারণা তাঁর ভক্তদের। আর মাত্র দু’দিন পরেই কিয়ারার জন্মদিন। জন্মদিন পালন করতে তিনি উড়ে গিয়েছেন বিদেশে। সঙ্গে অবশ্যই ‘পার্টনার ইন ক্রাইম’ সিদ্ধার্থ মালহোত্রা। যদিও গন্তব্য ফাঁস করেননি তাঁরা।
সময়টা বেশ ভালই যাচ্ছে কিয়ারা আডবাণীর। প্রথম সারির অভিনেত্রী হওয়ার দৌড়ে খানিক এগিয়েই রয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছিল তাঁর ‘সত্যপ্রেম কি কথা’। বিপরীতে ছিলেন কার্তিক আরিয়ান। ওই ছবি বক্সঅফিসে বেশ হিট হয়েছিল। এ ছাড়াও রামচরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’-এও দেখা যাবে তাঁকে। শুধু কি তাই? ‘ওয়ার ২’ ছবিতে জুনিয়র এনটিআর ও হৃতিক রোশনের সঙ্গে দেখা যাবে কিয়ারাকেও।
View this post on Instagram
