KIFF 2022: করোনা আক্রান্ত রাজ-পরম, ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব আপাতত স্থগিত
বিবৃতিতে লেখা হয়, "রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি মূল্যায়ন করে ও চলচ্চিত্র উৎসব কমিটির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তির কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা নিরীক্ষণ করে রাজ্য সরকার এ বছরের চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
স্থগিত রাখা হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত দুই দিনে টলিউডের সঙ্গে যুক্ত একের পর এক তারকা কোভিডে আক্রান্ত হওয়ায় এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এক প্রেস বিবৃতিতে সে কথা জানানো হয়েছে।
বিবৃতিতে লেখা হয়, “রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি মূল্যায়ন করে ও চলচ্চিত্র উৎসব কমিটির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তির কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা নিরীক্ষণ করে রাজ্য সরকার এ বছরের চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। উৎসবের পরবর্তী তারিখ যথাসময়ে জানান হবে।” প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারী থেকে শুরু হওয়ার কথা ছিল চলচ্চিত্র উৎসবের। শেষ হওয়ার কথা ছিল আগামী ১৪ জানুয়ারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন উৎসব হবে তবে সীমিত পরিসরে।
মঙ্গলবার সেই উপলক্ষে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক বৈঠকেরও। সেখানে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, জুন মাল্যসহ অন্যান্যরা। তবে দেখা যায়নি উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তীকে। সূত্র মারফৎ টিভিনাইন বাংলা জানতে পারে রাজ করোনায় আক্রান্ত হয়েছেন। সে খবরেই শিলমোহর বসিয়ে ওই দিন রাত্রে রাজ জানান তিনি ও শুভশ্রী দ্বিতীয় বার কোভিড আক্রান্ত। অন্যদিকে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে যোগ দেওয়া পরমব্রতও বুধবার টুইট করে জানান, তিনিও কোভিড পজেটিভ।
উল্লেখ্য, সোমবার রাজ বারুইপুরের ফিল্ম সিটি তৈরির কাজ খতিয়ে দেখতে কাঞ্চন মল্লিক ও জুন মাল্যর সঙ্গে হাজির হয়েছিলেন সেখানে ।গতকালও পরমব্রতর সংস্পর্শে এসেছেন একাধিক টলি তারকা। সব মিলিয়ে টলিপাড়ার অন্দরের চিত্রটা বেশ উদ্বেগের। এমতাবস্থায় ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন যথার্থ হবে না বলেই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত, জানিয়েছে রাজ্য সরকার।
তবে শুধু টলিপাড়া নয়, গোটা দেশেই করোনা সংক্রমণ এক সপ্তাহেই ভয়াবহ আকার নিয়েছে। তৃতীয় ঢেউয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার আগের দুই ঢেউয়ের থেকে এখনও পর্যন্ত তুলনামূলক ভাবে কম হলেও সংক্রমণ লাগামছাড়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। গতকালই এই সংখ্যাটা ছিল ৩৭ হাজার ৩৭৯-এ। অর্থাৎ একদিনেই ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে দৈনিক সংক্রমণ। অন্যদিকে, দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যাও ২ হাজারের গণ্ডি পার করেছে ইতিমধ্যেই।
আরও পড়ুন- Farhan Akhtar: বাকি মাত্র দুই মাস, দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে ফারহান আখতার?
আরও পড়ুন- Raj-Subhashree: পক্স সারতেই কোভিড আক্রান্ত রাজ, পজেটিভ শুভশ্রীও, এই নিয়ে দ্বিতীয়বার!