Madhuri Dixit-Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত মাধুরী দীক্ষিত জীবন নির্ভর সিরিজ়টি আর তৈরি হচ্ছে না!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 26, 2022 | 2:44 PM

Madhuri-Priyanka-American Series: সম্প্রতি সংবাদ মাধ্যমকে মাধুরী জানিয়েছেন সেই কথাই। তাঁর মার্কিন-জীবনই হওয়ার কথা ছিল সিরিজ়ের কাহিনি।

Madhuri Dixit-Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত মাধুরী দীক্ষিত জীবন নির্ভর সিরিজ়টি আর তৈরি হচ্ছে না!
প্রিয়াঙ্কা চোপড়া এবং মাধুরী দীক্ষিত।

Follow Us

কয়েক বছর আগে প্রিয়াঙ্কা চোপড়া ঘোষণা করেছিলেন মাধুরী দীক্ষিতের জীবন নিয়ে তিনি একটি কমেডি সিরিজ় তৈরি করবেন। মার্কিন মুলুকে আসার পর মাধুরী কীভাবে জীবন কাটিয়েছেন, সেটাই হওয়ার কথা ছিল সিরিজ়ের প্রেক্ষাপট। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে প্রিয়াঙ্কা লিখেছিলেন, “আমার কাজের অন্যতম অংশ গল্প বলা। বিভিন্ন জরেঁর, বিভিন্ন ভাষার গল্প। প্রযোজক হিসেবে আপনাদের সামনে আজ এসেছি। ভাগ করে নিতে চলেছি আনন্দ সংবাদ। সম্প্রতি এই হলিউড প্রজেক্ট নিয়েই আমি কাজ করছি।” তবে সম্প্রতি মাধুরী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সিরিজ়টি নাকি আর তৈরিই হচ্ছে না।

অনেক আগে পোস্টে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তিনি মাধুরী দীক্ষিতের জীবনকে পর্দায় তুলে ধরতে চলেছেন। মাধুরীর স্বামী ডঃ শ্রীরাম নেনের আমেরিকায় জার্নি, মাধুরীর সেখানে বিয়ের পরে বসবাস, সবটাই তিনি তুলে ধরতে চেয়েছিলেন সিরিজ়ে। মাধুরীর সঙ্গে কাজ করতে পারার বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন প্রিয়াঙ্কা। তাঁর ‘কোয়ান্টিকো’র টিম এগিয়ে এসেছিল।

তবে সম্প্রতি সংবাদ মাধ্যমকে মাধুরী জানিয়েছেন, “প্রিয়াঙ্কার প্রযোজনায় সিরিজ় তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু সেটা আর হচ্ছে না। আমার প্রথম ওয়েব সিরিজ় ‘দ্য ফেম গেম’-এর পরিচালক শ্রী রাও-ও সিরিজ়টির সঙ্গে যুক্ত ছিলেন। তিনিই লিখেছিলেন চিত্রনাট্য। কিছু সময় কিছু প্রজেক্ট সফলভাবে তৈরি করা সম্ভব হয়। কিছু সময়ে হয় না। আমরা সিরিজ়টি বানাতে অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা আর হচ্ছে না।”

সিরিজ়টি মাধুরীর অটোবায়োগ্রাফি নয়, জানিয়েছেন অভিনেত্রী নিজেই। কিছুটা বাস্তব কিছুটা কল্পনা মিশ্রিত গল্প। ২৫ ফেব্রুয়ারি স্ট্রিম করতে শুরু করেছে মাধুরী দীক্ষিত অভিনীত প্রথম ওয়েব সিরিজ় ‘দ্য ফেম গেম’। তাই নিয়ে বেশ উচ্ছ্বসিত ‘ধক ধক গার্ল’!

আরও পড়ুন: Hrithik-Saba-Imaad: এবার সাবা ও তাঁর প্রাক্তনের জন্য চিয়ার করলেন হৃত্বিকও!

আরও পড়ুন: Natalia Kozhenova: ‘দেশে বাবা-মায়ের কিছু হয়ে গেলে আমি অনাথ হয়ে যাব’, বলেছেন বলিউডের ইউক্রেন-কন্যা নাতালিয়া

আরও পড়ুন: Madhuri Dixit: আমি তারকা বলে সেটার আলাদা গুরুত্ব নেই আমার কাছে: মাধুরী দীক্ষিত

Next Article