National Best Friends Day 2021: আজ ‘প্রিয় বন্ধু’-র দিন, কোথায় কবে শুরু হয়েছিল এই বিশেষ দিনের উদযাপন

যদি পারো, প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় গান... দেবদীপ মুখোপাধ্যায়ের এই গান গুনগুনিয়ে ওঠার আজ আদর্শ দিন। কারণ আজ ৮ জুন ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে।

National Best Friends Day 2021: আজ 'প্রিয় বন্ধু'-র দিন, কোথায় কবে শুরু হয়েছিল এই বিশেষ দিনের উদযাপন
আজ 'প্রিয় বন্ধু'-র দিন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2021 | 10:48 AM

বন্ধুত্ব… হাজার কঠিন সময়, জটিল পরিস্থিতিতেও এই একটা শব্দই আপনার ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট। বন্ধু কথাটা মনে পড়লেই চোখের সামনে ভিড় করে কত শত স্মৃতি। আক্ষরিক অর্থে একজন ‘বেস্ট ফ্রেন্ড’- ই বোধহয় সত্যিকারের প্রাণের মানুষ। নির্দ্বিধায় যাকে মনের সব কথা উজাড় করে বলা যায়, ভাগ করে নেওয়া যায় সুখের মুহূর্ত, দুঃখের সময় যার ভরসার হাত ধরা যায়… সেই তো আসল বন্ধু। আর আজ সেই বিশেষ বন্ধুদের দিন।

৮ জুন ‘ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে’। প্রতি বছরই উদযাপন করা হয় এই বিশেষ দিন। অনেকেই হয়তো ‘ফ্রেন্ডশিপ ডে’- র সঙ্গে পরিচিত। কিন্তু ‘ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে’- র কথা হয়তো অনেকেরই অজানা। তাই যাঁরা নতুন করে এই দিনের কথা জেনেছেন, চট করে নিজের ‘প্রিয় বন্ধু’- র সঙ্গে একবার যোগাযোগ করে ফেলুন। মেসেজ নয়, ফোন করুন। মন খুলে কথা বলুন। স্মৃতি রোমন্থন করে প্রাণ খুলে হেসে নিন। দেখবেন এই মহামারী পরিস্থিতিতেও মন একদম হাল্কা, ফুরফুরে লাগবে।

এই বিশেষ দিনের পিছনে রয়েছে কোন ইতিহাস

বিশ্বের সব দেশের ক্ষেত্রে কীভাবে এই দিনের সূচনা হয়েছিল তা জানা নেই। তবে আমেরিকায় ১৯৩৬ সালে ‘ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে’ পালন শুরু হয়েছিল। তবে আমেরিকা ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও উদযাপন হয় বন্ধুত্বের এই বিশেষ দিন। তরুণ প্রজন্মের মধ্যে ‘ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে’ নিয়ে উন্মাদনা অনেক বেশি।

আরও পড়ুন- রক্তসংকট দূর করতে রক্তদান শিবির রেড ভলিন্টিয়ার্সদের, স্লোগান উঠল ‘এ লড়াইও বাঁচার লড়াই’

‘প্রিয় বন্ধু’- র জন্য বিশেষ দিন পালনের গুরুত্ব

প্রবাদে বলে সুসময় নয়, বরং দুর্দিনে যে পাশে ঢাল হয়ে দাঁড়ায়, সেই প্রকৃত বন্ধু। তাই আপনার জীবনের কঠিন সময়ে যিনি সবসময় আপনাকে সমর্থন করে পাশে ছিলেন, তাঁর জন্যই আজকের দিনটা পালন করুন। হয়তো রোজ সেই বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ হয় না। কিন্তু আজকের দিনে নাহয় সময় বের করে একটু যোগাযোগ করলেন। সাধারণত এই বিশেষ দিনে প্রিয় বন্ধুর জন্য তাঁর পছন্দের উপহার কিনে, পছন্দের খাবার বানিয়ে, কেক দিয়ে চলে সেলিব্রেশন। তবে এবার করোনার কারণে সব উদাযাপনেরই অন্যতম মাধ্যম হয়ে গিয়েছে ভার্চুয়াল মাধ্যম। তাতে মোটেও অসুবিধা নেই। সশরীরে দেখা না হলেও সোশ্যাল মিডিয়া তো রয়েইছে। এখন আবার এসেছে অনেক ভার্চুয়াল মাধ্যম। পছন্দের মাধ্যম বেছে নিয়ে আপনার ‘পার্টনার ইন ক্রাইম’ প্রিয় বন্ধুর সঙ্গে জমিয়ে আড্ডা দিন।