Sandhya Mukhopadhyay: সন্ধ্যা মুখোপাধ্যায়রা যে পর্যায়ের শিল্পী ছিলেন, আমরা তা হতে পারব না: সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 16, 2022 | 12:54 AM

সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন এ যুগের সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য।

Sandhya Mukhopadhyay: সন্ধ্যা মুখোপাধ্যায়রা যে পর্যায়ের শিল্পী ছিলেন, আমরা তা হতে পারব না: সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য
সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন রণজয় ভট্টাচার্য।

Follow Us

আমি কথা বলার ভাষা হারিয়েছি। আমার দুর্ভাগ্য যে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে আমার কোনওদিনও আলাপ হয়নি। কিন্তু তাঁর গান ছোট থেকে শুনে বড় হয়েছি। ছোটবেলায় আমার ঘুম ভাঙত সন্ধ্যা মুখোপাধ্যায়, মহম্মদ রফি, মান্না দে, কিশোর কুমারের গান শুনে। এঁরা প্রত্যেকেই লেজেন্ড। লেজেন্ড কথাটা বলাও বোধহয় কম হবে। প্রকৃত অর্থে, এঁরা যে পর্যায়ের শিল্পী ছিলেন, আমরা তা হতে পারব না।

উত্তমকুমার, সুচিত্রা সেনের জুটির সময়কার কথাই ভাবুন। সুচিত্রা সেনের লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান – অলিখিত ছিল যাঁকে বলে। অসাধারণ একটি জুটি। তাঁরা চলে যাওয়া মানে, যাঁদের দিকে তাঁকিয়ে আমাদের এগিয়ে চলা, যাঁদের মতো হতে চাওয়া… তাঁদের হারানো। আস্তে আস্তে তাঁরাই পৃথিবী থেকে চলে যাচ্ছেন। কিছু বলার নেই আমার। সন্ধ্যা মুখোপাধ্যায়ের চলে যাওয়া যুগের অবসান। স্বর্ণযুগের আর কেউই রইলেন না। একুটু বলতে পারি, আমাদের গান হয়তো থাকবে না। কিন্তু পৃথিবীতে এঁদের গান রয়ে যাবে।

আমাদের কাঁধে এখন দায়িত্ব চলে এসেছে। গানের জগতে ওঁরা যা করে গিয়েছেন, সেই ধারাকে বজায় রাখা। জানি না কতটা কী করতে পারব আমরা। কিন্তু চেষ্টা তো করাই যায়। কেবল ভাল কাজ করে তাঁদের শ্রদ্ধাঞ্জলি দিতে পারি।

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Death: গুরু ভাইবোন ছিলাম, বিরিয়ানি খেতে ভালবাসতেন সন্ধ্যাদি: স্মৃতিচারণায় পণ্ডিত অজয় চক্রবর্তী

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Death: শোয়ের আগে মৌনব্রত পালন করতেন দিদিভাই: স্মৃতিচারণায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গীত বাদক প্রতাপ রায়

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Obituary: তীর বেঁধা পাখি আর গাইবে না গান

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Death: মাকে ফোন করে বলতেন পুরনো কথা ভাববেন না, সামনের দিকে তাকান: সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় মনোময় ভট্টাচার্য

Next Article