Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Euphoria: ইউফোরিয়ার গান শোনা যায় না কেন? ‘ওরা সবটা কিনে নিল…’, বিস্ফোরক পলাশ সেন

স্পষ্ট ভাষায় পলাশ জানান, 'ওরা' সব কিনে নেওয়াতেই এমনটা হয়েছে। কারা এই 'ওরা'? পলাশের উত্তর, "আগে চ্যানেলগুলি ছবির বাইরের গানকেও প্রোমোট করত। টিভি এবং রেডিয়োর ক্ষেত্রেও ওই একই ব্যাপার।"

Euphoria: ইউফোরিয়ার গান শোনা যায় না কেন? 'ওরা সবটা কিনে নিল...', বিস্ফোরক পলাশ সেন
পলাশ সেন
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 12:45 PM

 

বিন্দিয়া লাগাতি তো কাঁপতি থি পলকে মায়েরি
চুনরিয়া সাজাকে ও দেতি ওয়াদে কালকে মায়েরি…

গানের নাম মায়েরি। ব্যান্ডের নাম ইউফোরিয়া। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় সুখময় অবস্থা। নাইন্টিজ কিডসদের কাছে ইউফোরিয়া ছিল আক্ষরিক অর্থেই ভাল থাকার সংজ্ঞা। ছিল ইমোশন, আবেগ। তাঁদের মিউজিক ভিডিয়োতে জায়গা করে নিতেন রিমি সেন, বিদ্যা বালানেরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইউফোরিয়া আজ বিস্মৃতির পথে। বাদশাহ, মিট ব্রো’জ আর রিমেকের ভিড়ে আর আর শোনা যায় না ‘কভি আনা তো মেরি গলি’। কেন? কী এমন হল? মুখ খুললেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা পলাশ সেন।

ইউফোরিয়াকে আজও মনে রেখেছেন যারা তাঁদের মধ্যেই এক ব্যক্তি ফেসবুকে পলাশ সেনকে জিজ্ঞাসা করেন, “ছোটবেলা থেকে আপনার ব্যান্ডের ভক্ত। আগে এমটিভি, চ্যানেল ভি’তে আপনাদের গান শোনা যেত। এখন আর শোনা যায় না কেন?”


স্পষ্ট ভাষায় পলাশ জানান, ‘ওরা’ সব কিনে নেওয়াতেই এমনটা হয়েছে। কারা এই ‘ওরা’? পলাশের উত্তর, “আগে চ্যানেলগুলি ছবির বাইরের গানকেও প্রোমোট করত। টিভি এবং রেডিয়োর ক্ষেত্রেও ওই একই ব্যাপার। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বুঝে গেল একটা বড় জিনিস ওদের হাতছাড়া হয়ে যাচ্ছে। ওরা ওই গোটা মিডিয়াই কিনে নিল। পুরো মনোপলিটাই ফিল্ম ইণ্ডাস্ট্রিতে স্থানান্তরিত হয়ে গেল।” পলাশ যোগ করেন, “প্রযোজকরা ছবির গানের পিছনে টাকা ঢালতেন। লেবেলের জন্য নয়। তাই লেবেল কেন ছবির বাইরের গানের পাশে থাকবে? আশা করছি কী বলতে চাইছি বুঝতে পারছেন। সবটাই পয়সা…”।

ফিল্ম ইন্ডাস্ট্রি এমনকি মিউজিক ইন্ডাস্ট্রির এই মনোপলি বা একচেটিয়া ব্যবসার অভিযোগ আগেও ভিতর থেকেই উঠেছে। সরব হয়েছেন সোনু নিগম সহ নামজাদা সঙ্গীতশিল্পীরাও। এ বার মুখ খুললেন পলাশ সেনও।

 

আরও পড়ুন- নাবালিকা ধর্ষণকাণ্ডে জামিনের পর প্রথম বার জনসমক্ষে পার্ল, গেলেন অনাথ আশ্রমে