AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৯৬৯ সালে তোলা ছবি, মাথায় পাগড়ি, গলায় হার! দেখ চিনতে পারবেন না বলিউড সুপারস্টারকে?

Amitabh Bachchan: প্রয়াত অভিনেতা-ফিল্ম নির্মাতা সুনীল দত্তের পরিচালনায় ‘রেশমা অউর শেরা’-তে, বিনোদ খান্না, রাখি, রঞ্জিত এবং অমরীশ পুরীর পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ এবং ওয়াহিদা রেহমান।

১৯৬৯ সালে তোলা ছবি, মাথায় পাগড়ি, গলায় হার! দেখ চিনতে পারবেন না বলিউড সুপারস্টারকে?
অমিতাভ।
| Edited By: | Updated on: Jul 18, 2021 | 5:57 PM
Share

রোববার অমিতাভ বচ্চন ফিরে গেলেন নস্টালদিয়ার দেশে। ৫০ বছর আগে মুক্তিপ্রাপ্ত অমিতাভ অভিনীত ছবির লুক প্রকাশ করলেন। ১৯৭১ সালের ‘রেশমা অউর শেরা’ ছবির লুক শেয়ার করলেন অমিতাভ। ছবিতে সুনীল দত্তের অভিনীত চরিত্রর (শেরা) ভাইয়ের অভিনয় করেছিলেন ৭৮ বছর বয়সী অভিনেতা।

প্রয়াত অভিনেতা-ফিল্ম নির্মাতা সুনীল দত্তের পরিচালনায় ‘রেশমা অউর শেরা’-তে, বিনোদ খান্না, রাখি, রঞ্জিত এবং অমরীশ পুরীর পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ এবং ওয়াহিদা রেহমান। ছবিটি রাজস্থানের পটভূমিতে সেট করা হয়েছিল। অমিতাভ বচ্চন যে ছবিটি শেয়ার করেছেন তাতে তাঁকে পাগড়ি, কুর্তা, স্টাডস এবং নেকপিসের সঙ্গে একেবারে রাজস্থানী পোশাকে দেখা গেছে।

ছবিটি ১৯৬৯ সালে অমিতাভ বচ্চন চরিত্রর (ছোটু) জন্য লুক টেস্টের সময় তোলা হয়েছিল। ‘আমার লুক টেস্ট ‘রেশমা অউর শেরা’ জন্য…এবং আমাকে বেচে নেওয়া হয়েছিল!” ক্যাপশনে বিগ বি লেখেন।

বিগ বি প্রায়শই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে থ্রোব্যাক ছবি শেয়ার করেন। কিছুদিন আগে তাঁর অভিনীত ‘নসিব’-ছবির শুটিং সেটের এক ছবি পোস্ট করেন। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ম্যাটাডোর এবং বন্দুক… ফিল্ম নসিব.. একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁয় ক্লাইম্যাক্স .. চান্ডিভালি স্টুডিয়োতে নির্মিত একটি সেট .. এবং এটি ঘোরানো হয়েছিল … তাই অ্যাকশন দৃশ্য, ড্রামা, রেস্তোরাঁয় আগুন লেগে যাওয়া, সমস্ত কিছু ঘুরছিল… শুধুমাত্র দ্য গ্রেট মনমোহন দেশাই এই সমস্ত কাজ করতে পেরেছিলেন এবং সফল হতে পেরেছিলেন .. এবং আমরা আটের দশকের কথা বলছি .. না ভিএফএক্স ছিল না,  না সিজি…(কম্পিউটার গ্রাফিক্স) কিছুই নেই ..এমনই সব দিন ছিল, বন্ধুরা।’

আরও পড়ুন দেখুন গ্যালারি: ‘বার্থে ডে গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার ৭ অজানা গল্প