AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Box Office Collection: প্রথম সপ্তাহতেই বাজিমাত করল পোনিয়িন সেলভান-১, কত কোটি ঘরে তুলল ছবি

Ponniyin Selvan: PS-1 ফলে যে ভালই টাকা সংগ্রহ করছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গতকাল অর্থাৎ ছবি মুক্তির পঞ্চম দিন, তামিলনাড়ুতে প্রায় ১৮.৫০ কোটি ছাড়িয়েছে।

Box Office Collection: প্রথম সপ্তাহতেই বাজিমাত করল পোনিয়িন সেলভান-১, কত কোটি ঘরে তুলল ছবি
| Edited By: | Updated on: Oct 05, 2022 | 9:15 AM
Share

পোনিয়িন সেলভান-১ মুক্তি ঘিরে দর্শকদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ভারতীয় বক্স অফিসে এই ছবি যে এক গভীর প্রভাব ফেলবে তা একপ্রকার ছিল স্পষ্ট। মুক্তির দিনই তা প্রমাণ করেছিল যে এই ছবি লম্বা রেসের ঘোড়া। মঙ্গলবার ২৭.৫০ কোটি টাকা আয় করে এই ছবি। তবে থেকেই চলছে ঝড়ের গতিতে টিকিট বিক্রি। এবার নয়া রেকর্ড গড়ল ছবি। মাত্র ৫ দিনেই কত কোটি ঘরে তুলল পোনিয়িন সেলভান-১! না অঙ্কটা মোটেও সামান্য নয়। ৫ দিনেই ছবি ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। প্রায় ১৬৫.৫০ কোটি টাকা ঘরে তুলেছে। নবরাত্রীর জন্য বেড়েছে ছবির টিকিট বিক্রি। দশেরার জন্য আজ আর একটি ছুটি রয়েছে, যাতে ১০ শতাংশ আয় বাড়ে ছবির। তবে বৃহস্পতিবারই এর সঠিক সংখ্যাটা স্পষ্ট হবে। তবে আশা করা যায় প্রথম সপ্তাহে এই ছবি জায়গা করে নেবে ২০০ কোটির ক্লাবে।

ভারতের বক্স অফিসে পোনিয়িন সেলভান-১ এর আয়:

শুক্রবার – ৩৮.৫০ কোটি টাকা

শনিবার – ৩৫.৫০ কোটি টাকা

রবিবার – ৩৯ কোটি টাকা

সোমবার – ২৫ কোটি টাকা

মঙ্গলবার – ২৭.৫০ কোটি টাকা

মোট আয় ছবির ১৬৫.৫০ কোটি টাকা মাত্র পাঁচ দিনেই।

PS-1 ফলে যে ভালই টাকা সংগ্রহ করছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গতকাল অর্থাৎ ছবি মুক্তির পঞ্চম দিন, তামিলনাড়ুতে প্রায় ১৮.৫০ কোটি ছাড়িয়েছে। পাঁচ দিনের রেকর্ড গতিতে ১০০ কোটি মার্ক। ছবিটি তামিলনাড়ুতে রমরমিয়ে চলা বিক্রম বেধাকেও ছাড়িয়ে যেতে প্রস্তুত এবং এটি দ্বিতীয় সপ্তাহের শেষের আগে ঘটতে পারে। ফলে এই ছবি ঘিরে বাড়ছে দর্শকদের কৌতুহল, বাড়ছে প্রেক্ষাগৃহে ফেরার প্রবণতাও। ফলে এই ছন্দে ফেরার চেহারাটা বেশ আশা জাগাচ্ছে সিনেপ্রেমীদের মনে।