Prabhu Dheva: ৫০ বছর বয়সে আবার বাবা হলেন প্রভু দেবা, ‘খবর সত্যি’, জানালেন নিজেই…
Viral News: কানাঘুষো শোনা গিয়েছিল প্রভু দেবা নাকি ওঁর ফিজিওথেরাপিস্টকে চুপি চুপি বিয়ে করে নিয়েছেন। যদিও এই নিয়ে তিনি মুখে কুলুপ এঁটেছেন। কৌতুহল তাই ছিল লাগাম ছাড়া!
বেশ কয়েকদিন ধরেই শোনা গিয়েছিল খবর। আবার বাবা হলেছেন কোরিওগ্রাফার, অভিনেতা, পরিচালক প্রভু দেবা। তবে তা রটনা নয়, এবার নিজেই জানিয়েদিলেন খবর সত্যি ৫০ বছর বয়সে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। দ্বিতীয় স্ত্রী হিমানির সঙ্গে এটাই তাঁর প্রথম সন্তান। ২০২০ সালে গাঁটছড়া বেঁধেছিলেন প্রভু দেবা। এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই জানান তিনি, হম, এই খবর সত্যি। আমি আবার বাবা হয়েছি। আমার ভীষণ আনন্দ হচ্ছে, এবং নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। সব থেকে বেশি খুশির খবর হল এটাই প্রভুদেবার পরিবারে প্রথম কন্যা সন্তান। প্রভু দেবার বিয়ে নিয়ে বি–টাউনে গুঞ্জন ছিল তুঙ্গে!
কানাঘুষো শোনা গিয়েছিল প্রভু দেবা নাকি ওঁর ফিজিওথেরাপিস্টকে চুপি চুপি বিয়ে করে নিয়েছেন। যদিও এই নিয়ে তিনি মুখে কুলুপ এঁটেছেন। কৌতুহল তাই ছিল লাগাম ছাড়া! ২০২০ সালে শোনা গিয়েছিল প্রভু দেবা নাকি আবার প্রেমে পড়েছেন। প্রেমিকা আর কেউ নন, নিজের ভাইঝি! তাঁকেই নাকি বিয়ে করার কথা ছিল প্রভুর। কিন্তু কিছুদিন আগেই পাল্টে যায় সবটা! সামনে আসে নতুন নাম। ভাইঝি নন, নিজের ফিজিওথেরাপিস্টকেই নাকি বিয়ে করেছেন প্রভু। ২০২০ সালে সেপ্টেম্বরে প্রভুর মুম্বইয়ের বাড়িতেই চার হাত এক হয়ে গিয়েছিল।
এখন নতুন দম্পতি থাকে চেন্নাইতে। পিঠের ব্যথা নিয়ে নাকি প্রভু গিয়েছিলেন ফিজিওথেরাপিস্টকে দেখাতে।সেখান থেকেই শুরু নতুন সম্পর্ক। দু’জনের মধ্যে প্রেম শুরু হয়। সেই প্রেম থেকেই বিয়ে। এবার পরিবার বাড়ল তাঁদের। পরিবারে এল নতুন সদস্য। এখন মেয়েকে নিয়ে সময় কাটবে তাঁর। প্রভু দেবার কথায়, তিনি তাঁর মেয়েকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করবেন। সদ্য কলকাতা সফর থেকে ফিরেছেন প্রভু দেবা। সলমন খানের সঙ্গে দাবাং ট্রিপে এসেছিলেন তিনি। ফিরে গিয়েই পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি। এবার সকলরে মুখে হাসি ফুঁটিয়ে সুখবর শেয়ার করলেন দক্ষিণী স্টার।