Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Chopra: আবারও বিদেশে দেশি গার্ল প্রিয়াঙ্কা, সোশ্যাল পোস্ট দেখা মাত্র মিলছে কী প্রতিক্রিয়া

Priyanka Chopra: নিকের বাড়িতে শেষ কয়েকদিন মা মধু চোপড়ার সঙ্গে ছিলেন তিনি। এরপর দেশের বুকে ফেরার খবর জানিয়েছিলেন নিজেই। দেখতে দেখতে সেই সময় পার।

Priyanka Chopra: আবারও বিদেশে দেশি গার্ল প্রিয়াঙ্কা, সোশ্যাল পোস্ট দেখা মাত্র মিলছে কী প্রতিক্রিয়া
প্রিয়াঙ্কা চোপড়া- দেশের মাটি ছাড়লেও দেশ তাঁকে ভুলতে নারাজ। তাই আজও সর্বাধিক সার্চ লিস্টে তাঁর নামের দেখা মেলে। সেরা দশের শেষ নামটি হলেও তিনি আজও লাইম লাইটে, তা আরও একবার প্রমাণিত।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 7:56 AM

টানা চার বছরের অপেক্ষা। বিয়ের পর মাত্র একবারই দেশে ফিরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyank Chopra)। কোভিড হোক বা ছোট্ট মেয়ে মালতির জন্যই হোক, তারপর আর দেশে ফেরা হয়নি প্রিয়াঙ্কা চোপড়ার। কেটে গিয়েছে মাঝে অনেকটা সময়। দ্য স্কাই ইজ় পিঙ্ক (The Sky Is Pink) ছবির সুবাদেই তিনি বলিউডের সঙ্গে শেষ যুক্ত হয়েছিলেন। তারপর থেকে কোনও হিন্দি ছবিতে তাঁকে দেখা যায়নি। মেলেনি নতুন কোনও প্রজেক্টে যুক্ত হওয়ার খবরও। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল প্রিয়াঙ্কার হলিউডের বিভিন্ন আপডেট। তবে দীর্ঘ চার বছর পর যখন ঘরে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া, ভক্তমনে তখন উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে কি বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা। কানাঘুষো শোনা গিয়েছিল তিনি নাকি সঞ্জয়লীলা ভনসালির (Sanjay Leela Bhansali)ছবিতে অভিনয় করার জন্যই কথা বলতে এসেছেন।

তবে সেই সকল জল্পনা উড়িয়ে দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া নিজেই জানিয়েছিলেন তিনি ইউনিসেফ ট্যুরে এসেছেন। দীর্ঘদিন বাড়িতে (ভারত) ফেরেননি তিনি। যদিও নিকের বাড়িতে শেষ কয়েকদিন মা মধু চোপড়ার সঙ্গে ছিলেন তিনি। এরপর দেশের বুকে ফেরার খবর জানিয়েছিলেন নিজেই। দেখতে দেখতে সেই সময় পার। আবারও বাড়ি ফিরলেন প্রিয়াঙ্কা। নিক ও মেয়ে মালতির সঙ্গে ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। লিখলেন হোম, পরিবার। মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন একান্তে এই জুটি। ফলে ভক্তদের কাছে বিষয়টা হয়ে যায় স্পষ্ট বলিউড থেকে কোনও সুখবর তিনি শোনাচ্ছেন না।

View this post on Instagram

A post shared by Priyanka (@priyankachopra)

সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার এই পোস্ট দেখা মাত্রই তা ভাইরাল হল নেট দুনিয়ার পাতায়। এক কথায় বলতে গেলে প্রথমে অনেকেই ধরে নিয়েছিলেন যে প্রিয়াঙ্কা ও নিক জোনাসের সম্পর্ক খুব বেশিদিন এগোবে না। ফলে এই জুটির বিচ্ছেদের জন্যও অনেকেই ছিলেন মানসিক প্রস্তুত। তবে নেটিজ়েনদের কোনও জবাব না দিয়েই দিব্যি সংসার করছেন তিনি। মেয়েকে নিয়ে কাটছে সময়, পাশাপাশি হলিউডের বাঘা বাঘা স্টারদের পাশে জায়গা করে নিচ্ছেন তিনি। বাড়ছে গ্রহণযোগ্যতা। সঙ্গে রয়েছে নিজের রেস্তোরাঁ সোনা। সব মিলিয়ে প্রিয়াঙ্কা এখন বেজায় ব্যস্ত। সেই ফাঁকেই দেশ থেকে ঘুরে গেলেন তিনি। দেখে গেলেন এখানকার মহিলা সুরক্ষার পরিকাঠামোও। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ইতিমধ্যেই করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।