Sarat Kumar Mukherjee Demise: শীতের ভোরে শরৎ বিদায়, শোকস্তব্ধ বাংলার সাহিত্য জগৎ

কবি শরৎ কুমার মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত বাংলার সাহিত্য জগৎ। এক নক্ষত্রের পতন হল আজ (২১.১২.২০২১)। এক যুগের অবসান ঘটল শীতের ভোরে।

Sarat Kumar Mukherjee Demise: শীতের ভোরে শরৎ বিদায়, শোকস্তব্ধ বাংলার সাহিত্য জগৎ
শরৎ কুমার মুখোপাধ্যায়

| Edited By: Sneha Sengupta

Dec 21, 2021 | 4:26 PM

প্রয়াত কবি-সাহিত্যিক শরৎ কুমার মুখোপাধ্যায়। হৃদযন্ত্র বিকল হয়ে মঙ্গলবার মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। গত ১৫ অগস্ট ছিল কবির জন্মদিন। উত্তর-আধুনিক যুগের কবি শরৎ সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের সমসাময়িক। মঙ্গলবার ভোররাতে চলে গিয়েছেন না ফেরার দেশে।

‘ত্রিশঙ্কু’ ছন্দনামে লিখতেন শরৎ। তাঁর কবিতাগুলির মধ্যে অন্যতম ‘টু গড’, ‘বিরাজমোহন’। স্ত্রী ও বিখ্যাত কবি বিজয়া মুখোপাধ্যায় আগেই প্রয়াত হয়েছেন। কবিতায় নতুন ভাষার জন্ম দিয়েছিলেন শরৎ। পালটেছিলেন বাংলা কবিতার ধরন ও উপস্থাপনা। তাঁর কবিতা থেকে পাওয়া যেত বিদ্রোহের আগুন।

কবি শরৎ কুমার ছিলেন কৃতি ছাত্র। গ্লাসগোতে লেখাপড়া করতে গিয়েছিলেন কবি। ছিলেন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্টও। তারপর একদিন সব ছেড়ে কবিতা-সাহিত্যকেই পাথেয় করে এগিয়ে নিয়ে যান। কাব্য রচনার মহাসাগরে ডুব দেন কবি। কৃত্তিবাস পত্রিকার সঙ্গে জড়িয়ে ছিলেন ভীষণরকম। ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়ের দারুণ বন্ধু। এছাড়াও বুদ্ধদেব গুহ, দিব্যেন্দু পালিতের সখা ছিলেন শরৎ।

শরতের কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ হয়েছে। রবার্ট এস ম্যাকনামারা অনুবাদ করেছিলেন। সেই বইয়ের নাম ‘দ্য ক্যাট আন্ডার দ্যা স্টেয়ার্স’। রবীন্দ্রনাথের বেশ কিছু ছোট গল্প অনুবাদ করেছিলেন শরৎ নিজে।

তাঁর প্রয়াণে শোকাহত বাংলার সাহিত্য জগৎ। এক নক্ষত্রের পতন হল আজ (২১.১২.২০২১)। এক যুগের অবসান ঘটল শীতের ভোরে।

আরও পড়ুন: Pushpa-Samantha: আইটেম গানে সামান্থা, ‘পুষ্পা’য় তাঁর নাচ ছিল বেশ চ্যালেঞ্জিং

আরও পড়ুন: Gehraiyaan: ‘গহরইয়া’ টিজ়ার আকর্ষণ কাড়ছে দর্শকের; ছবি মুক্তি পাবে ওটিটিতেই

আরও পড়ুন: Alia Bhatt: বাস্তব জীবনে আলিয়া ভাট কেমন? নিজেই জানালেন সেই কথা…