Pushpa 2: শুটিং শুরুর আগেই মহা ফ্যাসাদে ‘পুষ্পা ২’, কী ঘটেছে?
Pushpa 2: জানা যাচ্ছে, দ্বিতীয় পর্বের শুটিং কোথায় হবে তা নিয়েই নাকি বেজায় চিন্তায় পরিচালক সুকুমার। শুটিংয়ের জন্য দুটি জায়গা তিনি দেখে রেখেছিলেন।
বক্স অফিসে অসামান্য সাফল্য লাভ করেছিল সুকুমার পরিচালিত আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘পুষ্পা’। নির্মাতারা পুষ্পার প্রথম পর্বের সময়েই জানিয়েছিলেন আসতে চলেছে ওই ছবির দ্বিতীয় অংশও। তবে সূত্র বলছে। শুটিং শুরুর আগেই মহাফ্যাসাদে ওই ছবির দ্বিতীয় পর্ব। ঠিক কী ঘটেছে?
জানা যাচ্ছে, দ্বিতীয় পর্বের শুটিং কোথায় হবে তা নিয়েই নাকি বেজায় চিন্তায় পরিচালক সুকুমার। শুটিংয়ের জন্য দুটি জায়গা তিনি দেখে রেখেছিলেন। কিন্তু ওই দুই জায়গা নিয়েই বর্তমানে তিনি পড়েছেন অস্বস্তিতে। পুষ্পার প্রথম পর্বের শুটিং হয়েছিল অন্ধ্রপ্রদেশের মারেদুমিল্লি নামক একটি গ্রামে। সেখানেই সেট টাঙিয়ে চলেছিল ‘পুষ্পারাজ’। দ্বিতীয় পার্টের জন্য প্রথমে ওই জায়গা বেছে নিলেও নাকি মন বদলেছেন সুকুমার। দর্শকের যাতে একঘেয়ে না লাগে সেই কারণে ওই জায়গায় তিনি আর শুটিং করতে চান না। তা ছাড়া আরও একটি কারণ রয়েছে। প্রবল বৃষ্টিপাতে ওই অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্তও হয়েছে। কোনওভাবেই তা শুট করার উপযুক্ত নয় বলেই মনে করছেন তিনি।
দ্বিতীয় জায়গাটি সুকুমার বেছেছিলেন রামচরণের ‘রঙ্গস্থলম’-এর শুটিং যেখানে হয়েছিল সেইখানে। কিন্তু ‘পোলাভারাম প্রজেক্ট’-এর কারণে সেই জায়গা আপাতত অন্ধ্র সরকারের সরকারী কাজের জন্য ব্যবহৃত হয়েছে। তাই সেখানেও শুটিং করায় রয়েছে বিস্তর অসুবিধে। এমতাবস্থায় শুটিং যে কোথায় করা হবে তা নাকি এখনও ঠিকই করতে পারছে না টিম পুষ্পা। প্রসঙ্গত, দিন কয়েক আগেই খবর রটে পুষ্পা ২-এ নাকি দেখা যেতে পারে ‘ফ্যামিলি ম্যান’ মনোজ বাজপেয়ীকে। তা নিয়ে শুরু হয় বিস্তর জল্পনাও। তবে সব জল্পনায় জল ঢেলে মনোজ জানিয়ে দেন, তিনি ওই ছবির অংশ হচ্ছেন না। আপাতত ‘লোকেশন’-জট কাটিয়ে দ্রুত শুটিং শুরু করতেই চাইছেন নির্মাতারা।