National Film Awards: জাতীয় পুরস্কারের মঞ্চে দাদাসাহেব ফালকে গ্রহণ করলেন রজনীকান্ত

National Film Awards: দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড গ্রহণ করলেন রজনীকান্ত। স্ত্রী লতা, জামাই ধনুশের সঙ্গে তিনি উপস্থিত হন। অমিতাভ বচ্চন, মোহনলাল, এ আর রহমানের মতো প্রথিতযশা শিল্পীরা রজনীকান্তের এই সম্মানে ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন।

National Film Awards: জাতীয় পুরস্কারের মঞ্চে দাদাসাহেব ফালকে গ্রহণ করলেন রজনীকান্ত
পুরস্কার গ্রহণের মুহূর্ত।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2021 | 1:27 PM

৬৭তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই মুহূর্তে উপস্থিত রজনীকান্ত, কঙ্গনা রানাওয়াত, বিজয় য়েতুপতি, ধনুশ, মনোজ বাজপেয়ীর মতো শিল্পীরা। গত মার্চেই জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়েছিল। আজ সোমবার পুরস্কার প্রদান অনুষ্ঠান।

নয়া দিল্লির বিজ্ঞান ভবনে গতকাল রাতে মহড়া দেওয়া হয়েছে। আর আজ সেখানেই অনুষ্ঠান। দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড গ্রহণ করলেন রজনীকান্ত। স্ত্রী লতা, জামাই ধনুশের সঙ্গে তিনি উপস্থিত হন। অমিতাভ বচ্চন, মোহনলাল, এ আর রহমানের মতো প্রথিতযশা শিল্পীরা রজনীকান্তের এই সম্মানে ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন।

করোনার কারণে এক বছর পিছিয়ে যাওয়ার পর গত মার্চে ঘোষিত হয়েছিল বিজয়ীদের নাম। সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘গুমনামী’। সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সঙ্গীত পরিচালনার জন্য সম্মান আদায় করে নিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় জোড়া পুরস্কার উত্‍সর্গ করেন প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে।

অন্যদিকে সেরা অভিনেতারর পুরস্কার পেয়েছেন দু’জন। ‘ভোঁসলে’ ছবিতে অভিনয়ের জন্য মনোজ বাজপেয়ী এবং তামিল ছবি ‘অসুরণ’- এ অভিনয়ের জন্য ধনুশ। ‘মণিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’র জন্য সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোরে’ পেল সেরা ছবির সম্মান। সেরা সহ-অভিনেতা বিজয় সৎপতি এবং সহ-অভিনেত্রীর মুকুট গেল পল্লবী যোশির মাথায়। বেস্ট বুক অব সিনেমার জাতীয় পুরস্কার পেয়েছে অশোক রাহানের মারাঠি বই ‘দ্য ম্যান হু ওয়াচেস’। নন-ফিচার ফিল্ম বিভাগে বেস্ট ফিল্ম সমালোচক হিসেবে এ বছর সম্মানিত হলেন সোহিনী চট্টোপাধ্যায়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উল্লেখযোগ্য এক ডজন:

১. সেরা বাংলা ছবি: গুমনামী

২. সেরা হিন্দি সিনেমা – ছিছোরে

৩. সেরা সঙ্গীত পরিচালনা: প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

৪. কাহিনি অবলম্বনে রচিত সেরা চিত্রনাট্য: সৃজিত মুখোপাধ্যায় (গুমনামী)

৫. সেরা মৌলিক চিত্রনাট্য: কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

৬. সেরা হিন্দি ছবি: ‘ছিছোরে’ (সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি)

৭. সেরা অভিনেত্রী: কঙ্গনা রানাওয়াত (‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’-র জন্য়)

৮. সেরা অভিনেতা: মনোজ বাজপেয়ী (‘ভোঁসলে’ ছবির জন্য ) ও ধনুশ (তামিল ছবি ‘অসুরণ’-এর জন্য)

৯. সেরা প্রচারমূলক ছবি: বৌদ্ধায়ণ মুখোপাধ্যায় (দ্য শাওয়ার)

১০. সেরা চিত্রনাট্য় (সংলাপ রচয়িতা): বিবেক অগ্নিহোত্রী (দ্য় তাশখন্ত ফাইলস)

১১. সেরা চিত্রগ্রহণ: জাল্লিকাট্টু

১২. সেরা পরিচালক: সঞ্জয় পূরণ সিং চৌহান (বাহাত্তর হুরেঁ)

আরও পড়ুন, Karwa Chauth 2021: করওয়া চৌথে স্ত্রী সুনীতাকে গোবিন্দার ‘ছোট্ট’ উপহার কী জানেন?