Rajkumar-Patralekha: পত্রলেখার জন্য একগুচ্ছে প্রেমপত্র, এটাই প্রেমিক রাজকুমারের আসল রোম্যান্স
দীপিকা কিংবা অনুষ্কার মতো বিদেশের মাটিতে বিয়ে করছেন না রাজকুমার-পত্রলেখা। তাঁরা বিয়ে করছেন দেশের মাটিতেই। ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। ১১ তারিখেই হয়তো তাঁদের চার হাত এক হয়ে যাবে।
বিয়ের মরশুম আসছে। বলিউডেও বেজে উঠেছে বিয়ের সানাই। একদিকে যেমন বিয়ে করতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। অন্যদিকে শোনা যাচ্ছে, বিয়ে করতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও-ও। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী পত্রলেখাকে বিয়ে করতে চলেছেন রাজকুমার। ডেস্টিনেশন বিয়ে করছেন তাঁরা। তবে বিদেশে নয়।
বিয়ের আগেই প্রেমিকা পত্রলেখাকে দারুণ উপহার দিয়েছেন রাজকুমার। দারুণ রোম্যান্টিক তাঁদের প্রেম। জানা গিয়েছে, দারুণ রোম্যান্টিক প্রেমিক রাজকুমারও। ডেটিংয়ের সময় প্রিয়তমা পত্রলেখাকে প্রেমপত্র লিখতেন রাজকুমার। প্রেমিকার দেওয়া সব প্রেমপত্র আজও যত্ন করে রেখে দিয়েছেন তিনি।
অনেকগুলো বছর ধরে চুটিয়ে প্রেমের সম্পর্ক উপভোগ করেছেন রাজকুমার-পত্রলেখা। আলাদা-আলাদা জায়গায় থাকতে হয়েছে তাঁদের। শুটিংয়ের জন্য অনেক ঘুরে বেড়াতে হয়েছে রাজকুমারকে। রেট্রো সময়ের প্রেমে বিশ্বাসী রাজকুমার বিভিন্ন শুটিং লোকেশন থেকে চিঠি লিখতেন তাঁর প্রিয়তমাকে। তাই বিয়ের উপহার হিসেবেও থাকছে রাজকুমারের চিঠিই। একটি নয়, একগুচ্ছ প্রেমপত্র।
প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, দীপিকা কিংবা অনুষ্কার মতো বিদেশের মাটিতে বিয়ে করছেন না রাজকুমার-পত্রলেখা। তাঁরা বিয়ে করছেন দেশের মাটিতেই। ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। ১১ তারিখেই হয়তো তাঁদের চার হাত এক হয়ে যাবে। ৩দিন ব্যাপী চলবে এই বিবাহ অনুষ্ঠান। পত্রলেখার বাড়ি শিলংয়ে। গোটা পরিবার নাকি উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। এমনটা শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রি থেকে নাকি মাত্র কয়েকজন অতিথি নিমন্ত্রিত। ডেস্টিনেশন বিয়ে হলেও জাঁকজমক থাকছে না। এছাড়া করোনার কথা মাথায় রেখে বেশি অতিথিকেও ডাকা হয়নি।
১০ বছরেরও বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর শেষমেশ রাজকুমার-পত্রলেখা ঠিক করেছেন বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। রাজকুমারকে অনস্ক্রিনেই প্রথম দেখেন পত্রলেখা। এলএসডি ছবিতে। ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার। পত্রলেখা ভেবেছিলেন, ব্যক্তিগত জীবনেও হয়তো সেরকমই একজন মানুষ রাজকুমার। কিন্তু তেমনটা একেবারেই না। প্রেম পত্রে বিশ্বাসী প্রেমিক রাজকুমার আসলে নরম মনের মানুষ!