Salman Khan: ‘তুমি আমার সন্তান নও’, জানতে পেরে হাউহাউ করে কাঁদেন সলমন
Salman Khan: তিনি সলমন খান, বলিউডের ভাইজান। 'অ্যাংরি ইয়ং ম্যান' বলেই পরিচিত তিনি। সমালোচকদের একটা বড় অংশের মতে অভিনয় জানেন না সলমন।

তিনি সলমন খান, বলিউডের ভাইজান। ‘অ্যাংরি ইয়ং ম্যান’ বলেই পরিচিত তিনি। সমালোচকদের একটা বড় অংশের মতে অভিনয় জানেন না সলমন। অথচ ২০০২ সালে ঘটে যাওয়া এক ঘটনা বদলে দেবে এই ধারণা। ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবিটির কথা মনে আছে? ছবিতে সলমনের বাবার চরিত্রে অভিনয় করেন শরৎ সাক্সেনা। ছবিতে ছিলেন দিয়া মির্জা ও সুস্মিতা সেন। শরৎ জানান, ছবিতে এক দৃশ্য ছি যে দৃশ্যে তিনি তাঁর সন্তান অর্থাৎ সলমন খানকে জানান তিনি তাঁর আসল বাবা নন।
তাঁর কথায়, “পরিচালককে জিজ্ঞাসা করি ঠিক কতটা আবেগ নিয়ে আসতে হবে? উনি বলেছিলেন, যা আমার মনে হচ্ছে সেরকমটাই করা উচিৎ। এতটাই সংবেদনশীল ছিল ওই দৃশ্য যে গ্লিসারিন ছাড়াই আমি কাঁদতে শুরু করি। ওদিকে সলমনও ওই সংলাপ শুনে কাঁদতে শুরু করে দেয়। ভীষণ ভাল শট হয়েছিল।” শরৎ কৃষ্ণকায়। সলমন ফরসা। তাই তাঁকে ওই ছবিতে সলমনের বাবা পাঠ দেওয়াতে অনেকেই আপত্তি জানিয়েছিলেন বলে দাবি করেছেন শরৎ। কিন্তু পরিচালক ও লেখকের সিদ্ধান্তই শেষমেশ সবাই মেনে নেন। লেখক জানান, ছবিতে তিনি সলমনের আসল বাবা নন। পালক বাবা। তাই কোনও অসুবিধে নেই। সলমনের ফার্মহাউজেও হয়েছিল শুটিং। ফার্মহাউজের ভিতরে এক কুড়ি ফুট লম্বা জলপ্রপাত ছিল। পরিচালকের ইচ্ছেতে, শুটিংয়ের প্রয়োজনে সেখান থেকে ঝাঁপ দিতে হয়েছিল শরৎকে। তবে কাজ করে মজা পেয়েছিলেন, পেয়েছিলেন আনন্দ। জানিয়েছেন, অভিনেতা।
শুধু এই ছবিই নয়, বহু হিন্দি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এর মধ্যে রয়েছে সলমনের আরও বেশ কিছু ছবি। যেমন, ‘বজরঙ্গী ভাইজান’, ‘রেডি’, ‘বডিগার্ড’সহ আরও বেশ কিছু ছবি। ওটিটিতে অভিনয় করেছেন তিনি। বিদ্যা বালানের সঙ্গে কাজ করেছেন ‘শেরনি’তে। সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার থ্রি’তেও দেখা যাবে তাঁকে।





