AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Gossip: রাহুল গান্ধিকে বিয়ে? প্রস্তাব শুনে এ কী শর্ত চাপালেন শার্লিন…

Viral Video: প্রশ্ন শুনে বিন্দুমাত্র অস্বস্তি বোধ করলেন না শার্লিন চোপড়া। উল্টে চাপিয়ে দিলেন এক শর্ত, ঠিক কী উত্তর দিলেন শার্লিন?

Bollywood Gossip: রাহুল গান্ধিকে বিয়ে? প্রস্তাব শুনে এ কী শর্ত চাপালেন শার্লিন...
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 8:10 PM
Share

শার্লিন চোপড়া, বরাবরই তিনি তাঁর বোল্ড লুকের জন্য নেটদুনিয়ায় চর্চিত ও ভাইরাল। তবে আজও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। সম্প্রতিতে রাখি সাওয়ান্তের সঙ্গে বন্ধুত্ব গাঢ় হতে দেখা যায় তাঁর। এবার তিনি ভাইরাল তাঁর বিয়ের প্রসঙ্গে। বিয়ে নিয়ে প্রশ্ন করতেই এ কী বললেন শার্লিন? না, প্রশ্ন কিংবা চমকের এখানেই ইতি নয়। বরং যে পাত্রের নাম উঠে এল, তিনি হলেন রাহুল গান্ধি। পাপারাৎজিদের সঙ্গে সম্পর্ক ভাল শার্লিনের। পাপারাৎজিদের সঙ্গে মাঝে মধ্যেই আড্ডা দিতে দেখা যায় তাঁকে। মজার ছলে করা বহু প্রশ্নের উত্তরও দিয়ে থাকেন তিনি। এবারও তেমনই এক প্রশ্ন এল পাপারাৎজিদের কাছ থেকে। কংগ্রেস সংসদ রাহল গান্ধিকে যদি বিয়ে করতে হয়, তবে তিনি কী করবেন? প্রশ্ন শুনে বিন্দুমাত্র অস্বস্তি বোধ করলেন না শার্লিন চোপড়া। উল্টে চাপিয়ে দিলেন এক শর্ত, ঠিক কী উত্তর দিলেন শার্লিন? বললেন, ‘আমার কোনও আপত্তি নেই। তবে একটাই শর্ত আছে আমার, আমি বিয়ের পর আমার পদবী বদল করতে পারব না।’

এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হাসির রোল নেট পাড়ায়। ঝড়ের গতিতে ভাইরাল হল এই ভিডিয়ো ক্লিপিং। যদিও তাঁর ও রাহুল গান্ধির মাঝে দূর-দূরের সম্পর্কও বর্তমান নয়। তবে প্রশ্ন শুনে যে শার্লিন এত সাবলীলভাবে তার উত্তর দিয়ে বসবেন, তা কে জানত? ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ভিডিয়ো তাই এখন নেটদুনিয়ার নতুন খোরাক। আবারও দস্তুর মতো রোস্ট হচ্ছে শার্লিন চোপড়া। এই মন্তব্য শার্লিন এতটাই সাবলীলভাবে দিয়েছিলেন, দেখেই যেন দর্শকদের চোখ কপালে। শার্লিন এই প্রশ্নে যেন বিন্দুমাত্র অবাক হলেন না। খুব স্বাভাবিক যেন তাই কাছে এই প্রশ্ন, এমনই ধাঁচে উত্তর দিলেন তিনি।