‘তুমি আমার ঈশ্বর’, কার জন্মদিন সেলিব্রেট করলেন শ্রেয়া?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 08, 2021 | 6:52 PM

Shreya Ghoshal: বাবাকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের একটি ছোট্ট ভিডিয়ো শেয়ার করেছেন শ্রেয়া। যেখানে দেখা যাচ্ছে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে তিনি।

‘তুমি আমার ঈশ্বর’, কার জন্মদিন সেলিব্রেট করলেন শ্রেয়া?
শ্রেয়া ঘোষাল।

Follow Us

মেয়েরা নাকি বাবাদের বেশি আদরের হয়? এ আদৌ কতটা সত্যি, তা জানা মুশকিল। কিন্তু সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল তাঁর বাবার নাকি বেশি আদরের। বাবার আজ জন্মদিন। তাই আজকের দিনটা শ্রেয়ার কাছে অত্যন্ত স্পেশ্যাল। কিছুদিন আগেই মা হয়েছেন শ্রেয়া। তাই দাদু হিসেবে শ্রেয়ার বাবার এটা প্রথম জন্মদিন।

বাবাকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের একটি ছোট্ট ভিডিয়ো শেয়ার করেছেন শ্রেয়া। যেখানে দেখা যাচ্ছে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে তিনি। পাশে তাঁর মা। কেক কাটছেন শ্রেয়ার বাবা। রয়েছেন শ্রেয়ার স্বামী শিলাদিত্যও। পারিবারিক এই আনন্দের মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

শ্রেয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা। আমি তোমার সন্তান, তোমার হৃদয়, তোমার ছাত্রী। কিন্তু তুমি আমার ঈশ্বর। দাদু হিসেবে এটা তোমার প্রথম জন্মদিন।’ এখনও পর্যন্ত ছেলের যে কয়েকটি ছবি শ্রেয়া শেয়ার করেছেন, কোথাও সন্তানের মুখ স্পষ্ট নয়। সম্ভবত এখনই সোশ্যাল ওয়ালে ছেলের মুখ দেখাতে চান না। বহু সেলেব মা এই ট্রেন্ড ফলো করেন। শ্রেয়াও সম্ভবত সে পথের পথিক।

শ্রেয়া বরাবরই প্রাইভেট পার্সন। শিলাদিত্যর সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের খবর তাঁর প্রিয়জনের বাইরে খুব একটা কেউ জানতেন না। বাঙালি মতে বিয়ে করেছিলেন এই জুটি। সেই অনুষ্ঠানেও ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিমন্ত্রণ ছিল। বিয়ে করার খবরও সোশ্যাল ওয়ালেই শেয়ার করেছিলেন শ্রেয়া। এ বার এক নতুন শুরু। মা হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন শ্রেয়া।

পুত্রের জন্মের পর তার নামের বানান নিয়ে বেশ বিভ্রান্তি শুরু হয় সোশ্যাল মহলে। হিন্দি কিংবা ইংরেজি ভাষায় বানান নিয়ে সমস্যা না হলেও বাংলায় কী হতে পারে শ্রেয়ার ছেলের নামের বানান, তা নিয়ে বেশ ধন্দে পড়ে যান এক অনুরাগী। টুইট করে লেখেন, ‘বাংলায় নামের উচ্চারণ কেউ বলতে পারছে না।’ সঙ্গে জুড়ে দেন দেবয়ান নামটির চার রকম বানান— ১. দেবায়ন ২. দেবযান ৩. দেবয়ান ৪. দেব্যান। সমস্যার নিষ্পত্তি করেন স্বয়ং মা শ্রেয়া। টুইটটিকে রিটুইট করে তিনি লেখেন, ‘আমার প্রিয় সমস্ত বাঙালি অনুরাগীদের বলছি, বাংলায় Devyaan-এর নামের সঠিক বানান – দেবয়ান।’

আরও পড়ুন, গোয়ায় নীল-তৃণার ভ্যাকেশন টাইম, দেখুন দম্পতির বেড়ানোর ফটো অ্যালবাম

আরও পড়ুন, রবিবার ব্রাঞ্চে হবু মা নুসরত জাহানের সঙ্গী কে?

Next Article