Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোয়ায় নীল-তৃণার ভ্যাকেশন টাইম, দেখুন দম্পতির বেড়ানোর ফটো অ্যালবাম

Goa vacation album: কতদিনের জন্য নীল-তৃণার গোয়া সফর তা অবশ্য স্পষ্ট নয়। কিন্তু সোশ্যাল ওয়ালে একের পর ছবি অথবা রিল ভিডিয়োর মাধ্যমে ছুটির মুহূর্ত শেয়ার করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।

| Edited By: | Updated on: Aug 08, 2021 | 6:29 PM
বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার জীবনে সেলিব্রেশন টাইম চলছে গত কয়েক মাস ধরেই। গত ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েছেন এই জুটি। সদ্য ছ’মাসের বিবাহবার্ষিকী কাটিয়ে ফেললেন। সেলিব্রেশন তো হবেই। গোয়ায় চলছে সেলিব্রেশন।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার জীবনে সেলিব্রেশন টাইম চলছে গত কয়েক মাস ধরেই। গত ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েছেন এই জুটি। সদ্য ছ’মাসের বিবাহবার্ষিকী কাটিয়ে ফেললেন। সেলিব্রেশন তো হবেই। গোয়ায় চলছে সেলিব্রেশন।

1 / 8
শুক্রবার সকালে গোয়া বিমানবন্দর থেকে নিজের একটি ছবি শেয়ার করেছেন তৃণা। লেমন ইয়েলো স্কার্ট, জ্যাকেট, কালো টপ। খোলা চুল এবং সানগ্লাসের লুকে পুরোপুরি ছুটির মুডে অভিনেত্রী। হ্যাশট্যাগে ভ্যাকেশন, ‘গোয়া’, ‘সেলিব্রেশন’, ‘ফ্রেন্ডস’-এর মতো শব্দ ব্যবহার করেছেন।

শুক্রবার সকালে গোয়া বিমানবন্দর থেকে নিজের একটি ছবি শেয়ার করেছেন তৃণা। লেমন ইয়েলো স্কার্ট, জ্যাকেট, কালো টপ। খোলা চুল এবং সানগ্লাসের লুকে পুরোপুরি ছুটির মুডে অভিনেত্রী। হ্যাশট্যাগে ভ্যাকেশন, ‘গোয়া’, ‘সেলিব্রেশন’, ‘ফ্রেন্ডস’-এর মতো শব্দ ব্যবহার করেছেন।

2 / 8
কতদিনের জন্য নীল-তৃণার গোয়া সফর তা অবশ্য স্পষ্ট নয়। কিন্তু সোশ্যাল ওয়ালে একের পর ছবি অথবা রিল ভিডিয়োর মাধ্যমে ছুটির মুহূর্ত শেয়ার করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।

কতদিনের জন্য নীল-তৃণার গোয়া সফর তা অবশ্য স্পষ্ট নয়। কিন্তু সোশ্যাল ওয়ালে একের পর ছবি অথবা রিল ভিডিয়োর মাধ্যমে ছুটির মুহূর্ত শেয়ার করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।

3 / 8
নীল-তৃণার সঙ্গে এই মুহূর্তে গোয়ায় রয়েছেন তাঁদের আরও চার বন্ধু। ছুটির আনন্দে বন্ধুরা সামিল হলে তার আকর্ষণ আরও কয়েক গুণ বেড়ে যায় বৈকি!

নীল-তৃণার সঙ্গে এই মুহূর্তে গোয়ায় রয়েছেন তাঁদের আরও চার বন্ধু। ছুটির আনন্দে বন্ধুরা সামিল হলে তার আকর্ষণ আরও কয়েক গুণ বেড়ে যায় বৈকি!

4 / 8
বিয়ের পর উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন এই জুটি। তখনও কিন্তু সঙ্গী ছিলেন বন্ধুরাই।

বিয়ের পর উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন এই জুটি। তখনও কিন্তু সঙ্গী ছিলেন বন্ধুরাই।

5 / 8
উজ্জ্বল রঙের পোশাক, সানগ্লাসে একেবারে বিচ হলিডের মুড তৈরি করে নিয়েছেন নীল-তৃণা।।

উজ্জ্বল রঙের পোশাক, সানগ্লাসে একেবারে বিচ হলিডের মুড তৈরি করে নিয়েছেন নীল-তৃণা।।

6 / 8
গত তিন বছরের বেশি সময় ধরে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে নীলের অভিনয় দেখছেন দর্শক। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সুশান্ত দাসের প্রযোজনায় আসন্ন ‘উমা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে নীলকে ফের দেখা যাবে।

গত তিন বছরের বেশি সময় ধরে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে নীলের অভিনয় দেখছেন দর্শক। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সুশান্ত দাসের প্রযোজনায় আসন্ন ‘উমা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে নীলকে ফের দেখা যাবে।

7 / 8
এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকে তৃণার অভিনয় দেখছেন দর্শক। তাঁর অভিনীত চরিত্র ‘গুনগুন’ দর্শকের আদরের। কৌশিক রায় এবং তৃণার জুটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে।

এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকে তৃণার অভিনয় দেখছেন দর্শক। তাঁর অভিনীত চরিত্র ‘গুনগুন’ দর্শকের আদরের। কৌশিক রায় এবং তৃণার জুটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে।

8 / 8
Follow Us: