পোষ্যের সঙ্গে সন্তানের বন্ডিং, আনন্দের মুহূর্তের ছবি শেয়ার করলেন শ্রেয়া

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 03, 2021 | 2:11 PM

Shreya Ghoshal: শ্রেয়ার পোষ্যের নাম শার্লক। শ্রেয়া লিখেছেন, প্রথম খেলনা পেল সে। আর বড় দাদার মতোই নাকি আগলে রাখছে দেবয়ানকে।

পোষ্যের সঙ্গে সন্তানের বন্ডিং, আনন্দের মুহূর্তের ছবি শেয়ার করলেন শ্রেয়া
শ্রেয়া ঘোষাল (বাঁদিকে), সন্তান এবং পোষ্যের ছবি (ডানদিকে)।

Follow Us

খেলা করছে শিশুটি। সামনেই বসে একটি কুকুর। ঠিক এমনই ছবি শেয়ার করেছেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। শিশুটি তাঁর ছেলে দেবয়ান। কুকুরটি তাঁর পোষ্য। শ্রেয়া পোষ্যকে সন্তান স্নেহে পালন করেন। সে কারণেই নিজের সন্তানের সঙ্গে পোষ্যের এই মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখতে চাইলেন। আর তা শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে।

শ্রেয়ার পোষ্যের নাম শার্লক। শ্রেয়া লিখেছেন, প্রথম খেলনা পেল সে। আর বড় দাদার মতোই নাকি আগলে রাখছে দেবয়ানকে। সন্তান এখন শ্রেয়ার প্রায়োরিটি। ছেলে একটু বড় হলে ফের পুরোদমে কাজে ফিরবেন বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠ মহল।

শ্রেয়া বরাবরই প্রাইভেট পার্সন। শিলাদিত্যর সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের খবর তাঁর প্রিয়জনের বাইরে খুব একটা কেউ জানতেন না। বাঙালি মতে বিয়ে করেছিলেন এই জুটি। সেই অনুষ্ঠানেও ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিমন্ত্রণ ছিল। বিয়ে করার খবরও সোশ্যাল ওয়ালেই শেয়ার করেছিলেন শ্রেয়া। এ বার এক নতুন শুরু। মা হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন শ্রেয়া।

আরও পড়ুন, সম্ভব হলে প্রিয়জনের শেষকৃত্যের নিয়ম পুরুষ, মহিলা নির্বিশেষে প্রত্যেকের পালন করা উচিত: সুজিত সরখেল

পুত্রের জন্মের পর তার নামের বানান নিয়ে বেশ বিভ্রান্তি শুরু হয় সোশ্যাল মহলে। হিন্দি কিংবা ইংরেজি ভাষায় বানান নিয়ে সমস্যা না হলেও বাংলায় কী হতে পারে শ্রেয়ার ছেলের নামের বানান, তা নিয়ে বেশ ধন্দ্বে পড়ে যান এক অনুরাগী। টুইট করে লেখেন, ‘বাংলায় নামের উচ্চারণ কেউ বলতে পারছে না।’ সঙ্গে জুড়ে দেন দেবয়ান নামটির চার রকম বানান— ১. দেবায়ন ২. দেবযান ৩. দেবয়ান ৪. দেব্যান। সমস্যার নিষ্পত্তি করেন স্বয়ং মা শ্রেয়া। টুইটটিকে রিটুইট করে তিনি লেখেন, ‘আমার প্রিয় সমস্ত বাঙালি অনুরাগীদের বলছি, বাংলায় Devyaan-এর নামের সঠিক বানান – দেবয়ান।’

আরও পড়ুন, ‘শোলে’র অফার ফিরিয়ে দেওয়ার আসল কারণ স্বীকার করলেন শত্রুঘ্ন!