Arijit Singh Secret: কোনও ফেস্টিভ্যালে কোটি কোটি টাকা দিলেও অরিজিৎকে দিয়ে এই কাজটা করানো যাবে না…
Arijit Singh: অরিজিৎ আর পাঁচটা মানুষের মতোই সাধারণ থাকতে ভালবাসেন। মুম্বই ও কলকাতা দুই সিনেপাড়ায়তেই তাঁর সমানভাবে ডাক, একসঙ্গেই কাজ করে চলেছেন তিনি।
অরিজিৎ সিং (Arijit Singh) বরাবরই খুব সাধারণ জীবন যাপনে বিশ্বাসী। একের পর এক গান তাঁর ঝড়ের গতীতে ভাইরাল, ভক্তদের মনে উত্তেজনার পারদও তুঙ্গে। তবুও অরিজিৎ আর পাঁচটা মানুষের মতোই বাঁচতে ভালবাসেন। মুম্বই ও কলকাতা দুই সিনেপাড়ায়তেই তাঁর সমানভাবে ডাক, একসঙ্গেই কাজ করে চলেছেন তিনি। ব্যালান্স বজায় রাখার পাশাপাশি অরিজিৎ ব্যক্তিজীবনেও সাদামাটা রং ধরে রাখতে পছন্দ করেন। একবার এক সাক্ষাৎকারে জনিয়েছিলেন, মুম্বইতে গিয়ে তাঁর অনেক কিছুর অভাব মনে হয়। কখনও মনে হতো, সেখানে গাছ নেই, কখনও মনে হতো সেখানে মাটির গন্ধ নেই। দিনের শেষে নিজের জায়গা নিজেরই হয় বলেই জানান অরিজিৎ।
নিজের পাড়া, নিজের এলাকা, তাই নানা অছিলায় বারে বারে জিয়াগঞ্জে তিনি ফেরেন। জানিয়েছিলেন, কোনও অনুষ্ঠান, ফেস্টিভ্যালে তিনি কোনও মতেই নিজের বাড়ি ছেড়ে অনত্র থাকা পছন্দ করেন না। যে কোনও অনুষ্ঠানে তিনি জিয়াগঞ্জে থাকেন। থাকতে পছন্দ করেন। তাঁর কথায়, এই সময় কোটি কোটি টাকা দিলেও তিনি জিয়াগঞ্জ ছাড়েন না। কারণ হিসেবে জানিয়েছিলেন, তিনি পরিবারের অভাব বোধ করতে চান না। তাই প্রতিটা বিশেষ দিনে তিনি পরিবারের সঙ্গে থাকেন। পরিবারকে সময় দিয়ে থাকেন।
অরিজিৎ সিং। কেরিয়ারের শুরুতে একাধিক ঝড় তাঁর ওপর দিয়ে বয়ে গেলেও এখন তিনিই হাজার হাজার ভক্তের মনে রাজত্ব করছেন। তাঁর অনবদ্য কণ্ঠস্বরে এক কথায় মুগ্ধ সকলেই। অরিজিৎ সিং-এর গান ছবির ক্ষেত্রেও এক বাড়তি পাওনা। যে মানুষটির কনসার্টের টিকিট লাখ টাকায় বিক্রি হয়, যাঁর সাক্ষাতের জন্য ভক্তরা মুখিয়ে থাকেন, সেই স্টারকেই মাঝে মধ্যেই দেখা যায় সাধারণ মানুষের সঙ্গেই পথচলতে। কোনও বিলাসবহুল ফ্লাট কিংবা বাংলো-তে নয়। দামী গাড়ি থেকে নামা নয়, আসে পাশে বডিগার্ড নয়, সাধারণ জীবন যাপনই অরিজিতের বৈশিষ্ট্য।