AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Singer Noble: ৩ নম্বর বিয়ে ভাঙার মাস কয়েকের মধ্যেই অন্যের বউকে বিয়ে নোবেলের!

Singer Noble: মইনুল আহসান নোবেল--- দুই বাংলায় যার জীবন নিয়ে নিত্য চলে আলোচনা। কখনও নেশা করে শো, কখনও মদ্যপ হয়ে বাইক চালানোর অভিযোগ, আবার কখনও বা মা'কে মারধরের অভিযোগ-- নোবেল মানেই তাঁকে ঘিরে একগুচ্ছ সমালোচনা।

Singer Noble: ৩ নম্বর বিয়ে ভাঙার মাস কয়েকের মধ্যেই অন্যের বউকে বিয়ে নোবেলের!
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 5:23 PM
Share

মইনুল আহসান নোবেল— দুই বাংলায় যার জীবন নিয়ে নিত্য চলে আলোচনা। কখনও নেশা করে শো, কখনও মদ্যপ হয়ে বাইক চালানোর অভিযোগ, আবার কখনও বা মা’কে মারধরের অভিযোগ– নোবেল মানেই তাঁকে ঘিরে একগুচ্ছ সমালোচনা। চলতি বছর মে মাসেই স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। নেশা ছাড়তে পারবেন না, তাই স্ত্রীকে ছেড়ে দিয়েছিলেন তিনি। সেই নোবেল আবারও বিয়ে করেছেন, তাঁর সমাজমাধ্যম জানা দিচ্ছে তেমনটাই। এক তরুণীকে চুম্বনরত অবস্থায় ছবি পোস্ট করেছেন তিনি। সেই তরুণীর নাম ফারজান আরশি। কী করেন তিনি? বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যমে থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফারজানা একজন ফুড ব্লগার। এর আগেও তাঁর বিয়ে হয়েছে। তাঁর প্রাক্তন স্বামী বাংলাদেশের জনপ্রিয় ফুড ব্লগার। যদিও প্রাক্তন বলা যায় কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফারজানার প্রোফাইলে এখন প্রাক্তন স্বামীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি বর্তমান। তবে নোবেল কিন্তু বদলে ফেলেছেন তাঁর ফেসবুক প্রোফাইলের ছবি। আরশির সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিয়েছেন পরিবর্তে। নিন্দুকেরা যদিও হাসছেন মুখ টিপে। তাঁদের বক্তব্য, “এ বিয়েও বেশিদিন টিকবে না”।

নোবেল প্রথম বিয়ে করেন রিমি নামের এক মেয়েকে। সেই বিয়ে টেকেনি। শোনা যায়, নোবেলের সঙ্গে মানাতে না পেরে রিমিই তাঁকে ছেড়ে দেন। এর পর পরিবারের বেছে দেওয়া এক নারীকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। তারপর তাঁর জীবনে আসেন সালসাবিল। কিন্তু এই বছরের গোড়ার দিকে সেখানেও হয় বিচ্ছেদ। অতঃপর নভেম্বরে আরশিকে বিয়ে। এই সম্পর্ক কতদিন টেকে এখন সেটাই দেখার।