তাঁর নতুন গান ‘ধোলনা’র জন্য পাঁচজন প্রতিভাবান মহিলা মিউজিশিয়ানকে বেছে নিয়েছেন ওড়িশার গায়িকা সোনা মহাপাত্র। তিনি মনে করেন, বর্তমানে সঙ্গীত জগৎ মহিলাদের জন্য দরজা খুলে দিয়েছে। সঙ্গীত নির্মাতারা আর মহিলা-পুরুষের ভেদাভেদ করেন না। তাঁদের সমান নজরে দেখছেন। এর ফলে, মহিলাদের জন্য সঙ্গীতের নতুন দিগন্ত তৈরি হচ্ছে।
সম্প্রতি তিনি বলেছেন, “ছোট থেকেই দেখেছি, বাদ্যযন্ত্র বাজানোর ব্যাপারে মহিলাদের খুব বেশি উৎসাহ দেওয়া হত না। এর কিছু সময় পর দেখি মহিলা ব্যান্ড সেভাবে সুযোগ পাচ্ছে না। এদিকে পুরুষদের ব্যান্ড অনায়াসে নিজেদের জায়গা করে নেয়। ফলে মহিলাদের লড়াই ছিল চিরকালই। আমার আশা, ফেস্টিভ্যালের আয়োজকরা মহিলাদের আরও বেশি সুযোগ করে দেবেন। অনেক দর্শকের সামনে তাঁরা পারফর্ম করতে পারবেন। এতে মহিলা পারফর্মারদের আত্মবিশ্বাস তৈরি হবে। তাঁদের কাজের পরিধি বাড়বে।”
ফলে নিজের আসন্ন কাজের জন্য পুরুষদের নয়, মহিলা মিউজিশিয়ানদের বেছে নিয়েছেন সোনা। বলেছেন, “আমি ক্ষমতা দেখে মিউজিশিয়ান বাছি। তাঁদের লিঙ্গ দেখে নয়। আমার কাছে প্রতিভা, একাগ্রতা ও কাজের প্রতি নিষ্ঠা সবার আগে স্থান পায়। স্বরূপা অনন্থ, পূজা মজুমদারের মতো কিছু মিউজিশিয়ানরা আমার সঙ্গে কাজ করছেন। তাঁরা প্রত্যেকেই অনবদ্য শিল্পী।”
মহিলাদের জন্য কাজের অনেক সুযোগ করে দিচ্ছে ভারতীয় সঙ্গীত জগৎ। সোনা আশাবাদী। ছোট করে হলেও সেই উদ্যোগ শুরু হয়েছে। বর্তমান কিংবা পরবর্তী প্রজন্মের সঙ্গীত শিল্পীরা কখনওই নারী-পুরুষে ভেদাভেদ করবেন না বলে মনে করেন সোনা। তাঁরা বিশ্বাস করেন প্রতিভায়, সমান-সমান সুযোগে।
আরও পড়ুন: KBC: অমিতাভকে ঈশ্বরের সঙ্গে তুলনা করলেন সুনীল শেট্টি; চটলেন বিগ বি
আরও পড়ুন: Tollywood Break-ups: ভালবেসে বিয়ে করেও টেকাতে পারেননি টলিপাড়ার এই বিখ্যাত তারকারা
আরও পড়ুন: Ranveer Singh: ছোট পর্দার শো ‘দ্য বিগ পিকচার’-এর শুটিং কবে থেকে শুরু করছেন রণবীর?