বিয়ের পর থেকেই সোনম কাপুরের বেশিরভাগ সময়ই কাটে লন্ডনে। স্বামী আনন্দ আহুজার সঙ্গে সেখানেই তাঁর সুখের সংসার। লন্ডনের বাড়িটা নিজের হাতে সাজিয়েছেন সোনম। নিজে পছন্দ করে কিনেছেন ঘরের প্রতিটি জিনিস। দিওয়ালির বিশেষ দিনে বাড়িতেই সোনম বাড়িয়ে ফেললেন মুগের লাড্ডু। সেলেব তকমা ছেড়ে হয়ে উঠলেন একেবারে ‘আম আদমি’।
ভিডিয়ো শেয়ার করেছেন সোনম। সেখানেই দেখিয়েছেন ধাপ অনুসারের লাড্ডু বানানোর পদ্ধতি। একই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে জানিয়েছেন দীপাবলির শুভেচ্ছাও। যদিও নেটিজেনদের ট্রোলিং থামেনি। হাতে নেলপলিস দেখে অনেকেই লিখেছেন, “এত লাড্ডু বানালেন, নেলপলিস তো উঠল না”। তবে প্রশংসা করেছেন স্বামী আনন্দ। স্ত্রীর হাতের লাড্ডু ও গলার স্বর দুইই তাঁর পছন্দের, সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে।
মাস কয়েক আগে বোনের বিয়ে উপলক্ষে লন্ডন থেকে দেশে ফেরেন সোনম। মুম্বই বিমানবন্দরে বাবা অর্থাৎ অনিল কাপুর তাঁকে বাড়ি নিয়ে আসার জন্য গিয়েছিলেন। বাবাকে এতদিন পরে দেখে কেঁদে ফেলেন নায়িকা। ভারতে আসার পর থেকেই যে গসিপ সোনমের পিছু ছাড়েনি তা হন তাঁর তাঁর প্রেগন্যান্সি। তাঁর এয়ারপোর্ট লুক দেখে নেটিজেনদের একাংশের মনে হয়েছিল তিনি বুঝি মা হতে চলেছেন। যদিও পরোক্ষে সেই কৌতূহলের অবসান করেছিলেন সোনমই।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি শেয়ার করে সোনম লিখেছিলেন, ‘গরম জলের বোতল এবং আদা চা, আমার পিরিয়ডের প্রথম দিনে।’ তাঁর পিরিয়ডস হয়েছে, সুতরাং তিনি মা হচ্ছেন না,এ কথাই বুঝিয়ে দিয়েছিলেন সোনম।
করোনা আতঙ্ক এবং লকডাউনের প্রায় পুরো সময়টাই লন্ডনে স্বামী আনন্দ আহুজার সঙ্গে কাটিয়েছেন সোনম। সেখানে নিজের খাবার রান্না করা, ঘর পরিচ্ছন্ন রাখা বা নিজের বাজার নিজে করার মধ্যে যে স্বাধীনতা রয়েছে, তা তিনি এনজয় করছিলেন জানিয়ে সোশ্যাল পোস্ট করেন। তাতেও ট্রোলিংয়ের শিকার হতে হয় এই স্টার কিডকে। ২০১৯-এ ‘জোয়া ফ্যাক্টর’ সোনমের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। গত বছর ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ মুক্তিপ্রাপ্ত ‘একে ভার্সেস একে’-তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। এখনও পর্যন্ত পরের প্রজেক্টের কথা প্রকাশ্যে জানাননি অভিনেত্রী।
আরও পড়ুন:Malvika Raaj: কভি খুশি কভি গম’-এর ছোট্ট ‘পু’কে মনে আছে! বলিউডে কামব্যাক তাঁর, বিপরীতে কে?
আরও পড়ুন:Bigg Boss 15: শমিতাকে প্রকাশ্যেই ফ্লার্ট, জয়কে সাবধান করলেন নিশান্ত, দেখুন ভিডিয়ো