Soumitra Roy: ‘আমিইইইইই পারি সত্যি’, চোখে অস্ত্রোপচার, OT-তে গান ধরলেন সৌমিত্র…
Viral Post: অপারেশন শেষ হতেই উঠে বসলেন সৌমিত্র। মুখে হাসি। যন্ত্রণা বা কষ্টের লেশ মাত্র নেই। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখে যদিও ভক্তদের একটাই প্রশ্ন তিনি এখন কেমন আছেন।
ভূমি ব্যান্ডের সৌমিত্র রায়। সকলের ভীষণ পছন্দের গায়ক। তাঁর গান এক কথায় মানুষের মুখে মুখে ফেরে। তাঁর পোস্টেই এবার উদ্বেগ বাড়ল ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে পোস্ট করে থাকেন তিনি। তবে এবার সোজা অপারেশন থিয়েটার থেকে একটি ভিডিয়ো পোস্ট করলেন। ভিডিয়োটি প্রশংসা পেলেও তাঁর অবস্থা দেখে সকলেই চিন্তা প্রকাশ করেছেন। চোখে বাঁধা ব্যান্ডেজ। অপারেশন থিয়েটার থেকে তোলা যখন এই ছবি তখন, অপারেশনই হয়েছে। সেই OT থেকেই এবার ভিডিয়ো শেয়ার করে নিলেন গায়ক। পাশে দাঁড়িয়ে গোটা টিম। সকলকে গানের মেজাজে ভরিয়ে তুললেন তিনি।
অপারেশন শেষ হতেই উঠে বসলেন সৌমিত্র। মুখে হাসি। যন্ত্রণা বা কষ্টের লেশ মাত্র নেই। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখে যদিও ভক্তদের একটাই প্রশ্ন তিনি এখন কেমন আছেন। কমেন্ট বক্স উপচে পড়ছে আরোগ্য কামনায়। তবে তিনি যে সত্যি এসবকে ছাপিয়ে কেবল গানকেই আনন্দের অস্ত্র করে তুলতে পারেন, তা প্রমাণ করলেন আরও একবার। নিজেই কমেন্ট বক্সে লিখলেন, ওটিতে ডাক্তারদের জন্য গান ধরলাম। আমিইইইইই পারি সত্যি !!!
কী গান শোনালেন তিনি তাঁর চিকিৎসকদের? কান্দে শুরু মন কেন কান্দে রে গানটি বাজছিল রেকর্ডিং-এ। সেই রেকর্ডিং-এর সঙ্গেই কণ্ঠ মেলালেন তিনি। তাঁর এই ভিডিয়ো দেখে এক শুভাকাঙ্খী প্রশ্ন করলেন, ‘কি হয়েছে তোমার? চোখে ব্যান্ডেজ কেন?’ উত্তর দিলেন সৌমিত্র রায়। মজা করে লিখলেন, ‘ছানি পড়ে চোখে দেখি না, দিয়া ফ্যালসি গুড়া লঙ্কা…’। কেউ আবার প্রশ্ন করলেন, চোখের অপারেশন হলে কথা বলাই তো বারণ বেশি, তুমি আবার গান গাইছো দাদা? তার উত্তরে গায়ক আবারও লিখলেন, কেন ডাক্তার তো আমার পাশেই ছিলেন। এরপরই সকলে জানতে পারেন, তাঁর চোখে ছানি অপারেশন হয়েছে। সেই কারণেই এক চোখে তাঁর ব্যান্ডেজ। ফলত এখন বেশ কয়েকটা দিন বিশ্রামেই থাকবেন তিনি।