Soumya Chakrabortty: ‘… শান্তিতে চলে যেতে চাই’, চাঞ্চল্যকর পোস্ট সৌম্যর, ভক্তমহলে দুশ্চিন্তা
Soumya Chakrabortty: 'দয়া করে কেউ কল করবেন না...', জানিয়ে রেখেছেন তিনি। ফোনেও তিনি অধরা। অথচ গায়ক সৌম্য চক্রবর্তী পরপর বেশ কিছু ফেসবুক পোস্ট নিয়ে আপাতত চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এসেছে ভক্তদের মনে। চরম সিদ্ধান্ত নেওয়ার পরোক্ষ ইঙ্গিতই কি দিয়েছেন গায়ক? ঠিক কী ঘটেছে?
‘দয়া করে কেউ কল করবেন না…’, জানিয়ে রেখেছেন তিনি। ফোনেও তিনি অধরা। অথচ গায়ক সৌম্য চক্রবর্তী পরপর বেশ কিছু ফেসবুক পোস্ট নিয়ে আপাতত চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এসেছে ভক্তদের মনে। চরম সিদ্ধান্ত নেওয়ার পরোক্ষ ইঙ্গিতই কি দিয়েছেন গায়ক? ঠিক কী ঘটেছে? রবিবার রাতে পরপর বেশ কয়েকটি পোস্ট করা হয়েছে গায়কের ফেসবুক প্রোফাইলটি থেকে। প্রথম পোস্টে লেখা, “নিরূপায় হয়ে লিখছি আজ সবচেয়ে প্রিয় কাছের মানুষের কাছেও শুনলাম আমি রেপিস্ট! আর বাকিদের সঙ্গে যুদ্ধ করবো না। সবাই ঠিকই বলে। প্লিজ্ আমি তাই-ই। ধন্যবাদ!’ এর ঠিক পরের পোস্টে লেখা, “আজ থেকে গান বাজনাটা টোটালি ছাড়লাম।এনাফ ইজ এনাফ! অনেক দিন যুদ্ধ করলাম আর পারছি না।”
এখানেই থামেননি সৌম্য। আরও একটি পোস্ট করেছেন তিনি যা রীতিমতো বিস্ফোরক। সৌম্য লিখছেন, “দয়া করে কেউ কল করবেন না। আমি শান্তিতে চলে যেতে চাই এরপর। অনেক যুদ্ধ করলাম সমাজের সঙ্গে। আজ হার মেনে নিয়েছি! আর পারছিনা। অনেক লড়লাম। অনে কনেক অনেকটা। একটা মেয়ের একটা মিথ্যে কথা এত বড় হতে পারে! যে একটা পুরুষের জীবনের সংজ্ঞা বদলে দেয়। তা বেশ। তোমরা জিতে গিয়েছ। আমি হার মানছি।” এর পরেই চিন্তায় নেটিজেনরা। কোথা থেকে বিদায় নেওয়ার কথা বলছেন তিনি? সৌম্যর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে কি মনকষ্টে রয়েছে গায়ক? সৌম্য এর আগেও বিতর্কে জড়িয়েছেন।
এর আগে, ২০১৬ নাগাদ মাদক খাইয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৯ সালে তাঁকে গ্রেফতারও করা হয়। যদিও পরে তিনি ছাড়া পেয়ে যান। বর্তমানে নতুন সম্পর্কেও রয়েছেন তিনি। সেখানেই কি দেখা দিয়েছে অশান্তি? সৌম্যর ওই পোস্ট দেখে যখন সকলে চিন্তিত তখন এই প্রতিবেদন প্রকাশের কিছুক্ষণ পর আরও একটি পোস্ট করেন তিনি। সেখানে ধর্ষণের সেই মামলা প্রসঙ্গ পরোক্ষে ভাবে টেনে এনে গায়ক লেখেন, “একটু আসল কথাটা বলি….দীর্ঘদিন আগে মিটে যাওয়া একটা কেস !! তা নিয়ে আমার রিসেন্ট পোস্ট করা একটি গানে এক ব্যক্তি নেগেটিভ কমেন্ট করেন । স্বাভাবিক ভাবে কষ্ট পাই আমি…. এতো দিন আগে ক্লোজ্ হয়ে যাওয়া একটা কেস্ নিয়ে কি করে এখনো কেউ কথা বলতে পারে ??? আমি একান্ত অভিমানে ফেসবুকে কিছু কথা লিখি….. আমি জানি তোমরা ভীষণ ভালোবাসো আমাকে… তাই অভিমান ভালোবাসা সবটাই তোমাদেরকে ঘিরেই ।যাইহোক তোমাদের ভালোবাসায় অনেক পজিটিভ ফিল করছি !! অতীত নিয়ে আর ভাববো না কথা দিলাম।” তাঁর এই কথায় সাময়িক স্বস্তি ভক্তদের। নেতিবাচক মন্তব্য দূরে সরিয়ে ইতিবাচকতায় ফিরে আসুন তিনি, এমনটাই চাইছেন তাঁরাও।