AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumya-Ritika: হবু বউকে ঠোঁটে চুমু সৌম্যর, ট্রোল্ড হতেই বিস্ফোরক, ‘ঘেউ ঘেউদের…’

Soumya-Ritika: ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়ক সৌম্য চক্রবর্তী। জনগণের উদ্দেশে ক্ষোভ উগরে দিতেই তাঁকে নিয়ে আলোচনা। কী এমন হয়েছে যে ফের রেগে গেলেন তিনি? আগামী ডিসেম্বরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌম্য। বউ ইতিমধ্যেই হয়ে গিয়েছে বাগদান। হবু স্ত্রী রিতিকার সঙ্গে এক প্রেমের ছবি পোস্ট করেছিলেন তিনি। দু'জনের ঠোঁট জড়িয়ে ধরছে এক অপরকে।

Soumya-Ritika: হবু বউকে ঠোঁটে চুমু সৌম্যর, ট্রোল্ড হতেই বিস্ফোরক, 'ঘেউ ঘেউদের...'
হবু বউকে ঠোঁটে চুমু সৌম্যর
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 8:52 PM
Share

ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়ক সৌম্য চক্রবর্তী। জনগণের উদ্দেশে ক্ষোভ উগরে দিতেই তাঁকে নিয়ে আলোচনা। কী এমন হয়েছে যে ফের রেগে গেলেন তিনি? আগামী ডিসেম্বরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌম্য। বউ ইতিমধ্যেই হয়ে গিয়েছে বাগদান। হবু স্ত্রী রিতিকার সঙ্গে এক প্রেমের ছবি পোস্ট করেছিলেন তিনি। দু’জনের ঠোঁট জড়িয়ে ধরছে এক অপরকে। সেই ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ভেসে এল একের পর এক নেতিবাচক মন্তব্য। আর এর পরেই নীতি পুলিশদের খানিক কটাক্ষ করেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

বিরুষ্কা, মেসি ও তাঁর স্ত্রীর চুমু খাওয়ার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সৌম্য লেখেন, “আহ মলো যা !! তোমাদের লজ্জা নেই গা ? এ ভাবে চুমু খাওয়া পাবলিক্ প্লেসে হাজার হাজার লোকের সামনে তাও আবার?কি বললে? বৈধ স্ত্রী বা বৈধ গার্লফ্রেন্ড !!! ধুর মশাই এদেশে লোকে চুমু আর স্মুচের কল্পনা বোধহয় ওয়েব সাইটে করে….!” এখানেই না থেমে তিনি আরও যোগ করলেন, “পুনশ্চ যা বুঝলাম আপনাদের থেকে, পাত্তা দেন না ঘেউ ঘেউ দের ……… আর এটাই বেস্ট”।

সৌম্যর ওই মন্তব্যের পর এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কারও মতে তিনি যেভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তা অহংকারে পরিপূর্ণ, একেবারেই সমর্থন যোগ্য নয়। অনেকেই আবার সহমত তাঁর বক্তব্যে। অতীতে বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। কখনও দুর্নিবারের দ্বিতীয় বিয়ে নিয়ে কটাক্ষ আবার কখনও বা আত্মহত্যার ইঙ্গিত দিয়ে পোস্ট করায় তাঁকে নিয়ে কম চর্চা হয়নি। যদিও সৌম্য নিজের মতামত প্রকাশ করেই থাকেন হামেশা। নানা ধরনের মন্তব্য করায় থাকেনও আলোচনায়।