Mahesh Babu: বলিউড নিয়ে মন্তব্য করা দক্ষিণী স্টার মহেশবাবু তেলেগু লিখতে পারেন না, পড়তেও পারে না…

South Star: তা হলে এতগুলো বছর ধরে কীভাবে তেলেগু ছবিতে কাজ করে এক নম্বর স্টার হলেন মহেশ?

Mahesh Babu: বলিউড নিয়ে মন্তব্য করা দক্ষিণী স্টার মহেশবাবু তেলেগু লিখতে পারেন না, পড়তেও পারে না...
মহেশ বাবু।
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2022 | 11:35 AM

অনেকেরই হয়তো ধারণা, দক্ষিণ ভারত মানেই সকলে সকলের সব ভাষা জানবে। তবে জেনে রাখুন, তামিলের সঙ্গে তেলেগুর মিল নেই। মিল নেই কন্নড় ও মালায়ালামেরও। অনেকটা বিহারী, উড়িয়া, বাংলা, হিন্দির মতোই। দক্ষিণী সুপারস্টার মহেশবাবু তালিম ভাষী মানুষ। কিন্তু কাজ করেছেন তেলেগু ছবিতেও। জানলে অবাক হবেন, তিনি না তেলেগু পড়তে পারেন, না লিখতে পারেন। ৪৬ বছরের মহেশবাবুর সিনেমা কেরিয়ার শুরু হয় প্রায় ২২ বছর আগে। সাম্প্রতিককালে তাঁর একটি মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছে। তিনি বলেছিলেন, বলিউড নাকি তাঁর মতো তারকাকে ‘অ্যাফোর্ড’ করতে পরবে না। অর্থাৎ, তিনি বলতে চেয়েছিলেন, তিনি যে পারিশ্রমিকের পরিবর্তে কাজ করেন, বলিউডের নাকি সেই অর্থ তাঁকে দেওয়ার সামর্থ নেই।

সংবাদ মাধ্যমের কাছে দেওয়া মহেশের বিবৃতি নিয়ে অনেক কথা হয়। অনেকে তাঁকে অহংকারীর তকমা দিয়ে দিয়েছেন। এ হেন মহেশ নাকি অনুরাগীদের জন্য নিজের একটি অভ্যাস ত্যাগ করেছিলেন। অতীতে তিনি ধূমপান করতেন খুব। তাঁর এই অভ্যাস নাপসন্দ ছিল অনুরাগীদের। তাঁদের কথা ভেবেই স্বভাব ত্যাগ করেন মহেশ।

চেন্নাইয়ে জন্ম হয়েছে মহেশের। তামিল পরিবার। ফলে তাঁর মাতৃভাষা তামিল। তেলেগু ছবিতে অভিনয় করেও তিনি সেই ভাষা পড়তেও পারেন না, লিখতেও পারেন না। তিনি নাকি পরিচালকদের থেকে সংলাপ শুনে তারপর বলেন। তবে হ্যাঁ, বলিউড নিয়ে মন্তব্য করা মহেশ বিয়ে করেছেন সেই ইন্ডাস্ট্রিরই এক অভিনেত্রীকে – নম্রতা শিরোদকর। ২০০৫ সালে বিয়ে করেছেন তাঁরা। তাঁদের দুটি সন্তানও আছে। মানুষের পাশে দাঁড়ান মহেশ। তাঁর আয়ের ৩০ শতাংশ যায় মানুষের সেবায়।