Sushmita Sen: ‘আমি সিঙ্গল’, মোদী সম্পর্কে এ কী বললেন সুস্মিতা সেন?
Relationship: ললিত মোদী সুস্মিতা সেনের সঙ্গে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় 'পার্টনার' বলে দাবি করেছিলেন। রাতারাতি সুস্মিতা সেনের নামের সঙ্গে জড়িয়ে গিয়েছিল 'গোল্ড ডিগার' ট্যাগ।
সুস্মিতা সেন, সম্পর্কের নিরিখে খবরের শিরোনামে সর্বাধিক ঝড় তুলেছিলেন তিনি ২০২২ সালে, যখন ললিত মোদির সঙ্গে ভাইরাল হয়েছিল তাঁর ছবি। ললিত মোদী সুস্মিতা সেনের সঙ্গে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ‘পার্টনার’ বলে দাবি করেছিলেন। রাতারাতি সুস্মিতা সেনের নামের সঙ্গে জড়িয়ে গিয়েছিল ‘গোল্ড ডিগার’ ট্যাগ। অর্থাৎ তাঁকে লোভি তকমা দেওয়া হয়েছিল। যা মেনে নিতে নারাজ ছিলেন খোদ সুস্মিতা সেন। ঠিক সেই সময়ই এক দীর্ঘ নোট লিখেছিলেন সুস্মিতা, দিয়েছিলেন ট্রোলারদের সপাট জবাব। সম্প্রতিতে সেই সর্মেই এক সাক্ষাৎকারে মুখ খুললেন সুস্মিতা সেন। তিনি বলেন, ”আমার মনে হয় এটা ভাল, যে আমার গায়ে গোল্ড ডিগারের তকমা লাগে।”
তাকে কটাক্ষ করেই তিনি বলেন, ”একটা অপমান তখনই অপমান হয়ে ওঠে যখন তা আমরা গ্রহণ করে থাকি। আমি এটা গ্রহণ করিনি। ফলে তা জানলা দিয়ে বেরিয়ে গিয়েছে। কিছু বিষয় থাকে, যা নিয়ে কথা বলার অধিকার কারও থাকে না। আমি ভীষণভাবে সিঙ্গল।” তিনি আরও বলেন, ”যখন সত্যি আমি বিষয়টা নিয়ে কথা বলতে চাইলাম, এক দীর্ঘ পোস্ট করলাম, তখন আমার শুভাকাঙ্খীরা জানাসেন, সুস্মিতা তো এমন নয়, আমরা তোমায় চিনি, তোমার এই বিষয় কিছু বলারই প্রয়োজন ছিল না। সুস্মিতা তো এসব ক্ষেত্রে কোনও মন্তব্য করেন না। এই বিষয়ও সুস্মিতা জানান, এটাও তোমাদের আলোচ্য বিষয় নয়। কারণ, আমার যখন মনে হবে আমি মন্তব্য করব। যদি আমার মনে হয় এটা কথা বলার সময়, তাহলে তো কথা বলতেই হয়। সমস্যা হল সোশ্যাল মিডিয়ায়, যেখানে কমেন্ট ও তার রিয়্যাকশনেই অনেক কিছু হয়ে যায়। তবে এভাবে আমি বেড়ে উঠিনি। আমি সময়নি, বোঝার চেষ্টা করি, তারপর কোনও মন্তব্য করি, যখন আমি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাই।”