Bengal Conference: বিলেতের বুকে বাঙালিয়ানা, উদ্যোগে ইউকেবিসি
ইউনাইটেড কিংডম বেঙ্গলি কনভেনশনের উদ্যোগে ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পশ্চিমবঙ্গের বাঙালিরা একত্রিত হতে চলেছেন এক ছাদের তলায়। শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা, ক্যাকটাস, জয় সরকার, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, মমতা শঙ্কর ও রজতাভ দত্তের মতো একাধিক শিল্পী যোগ দেবেন এই অনুষ্ঠানে।
বঙ্গ-সংস্কৃতি চিরকালই নিজের ঐতিহ্যে ঠাসা, সে দেশেই হোক কিংবা বিদেশে। দেশে থেকে বঙ্গসংস্কৃতির অনেকটা কাছাকাছি থাকা যায়। কিন্তু দেশের বাইরে সেই সুযোগটা কিছুটা চাইতে কম। দেশের প্রতি ভালবাসা আর বাঙালির অভ্যাস কি একদিনে ভোলা যায়! বাঙালির সেই অভ্যাসকে উস্কে দিতেই ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলেছে ইউকেবিসি বঙ্গসম্মেলন (UKBC 2021)।
২৫ ও ২৬শে সেপ্টেম্বর ক্রেম্ব্রিজের ক্যাম্বারনি ভিলেজ কলেজ সেন্টার সাক্ষী হতে চলেছে বাংলা ও বাঙালির সংস্কৃতির। ইউনাইটেড কিংডম বেঙ্গলি কনভেনশনের উদ্যোগে ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পশ্চিমবঙ্গের বাঙালিরা একত্রিত হতে চলেছেন এক ছাদের তলায়। আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাঙালিরা অংশ নেবেন ব্রিটেনের এই বঙ্গ সম্মেলনে। সব মিলিয়ে প্রায় ষাটটি বাঙালি সংগঠন ইউকেবিসিতে অংশ নিতে চলেছে এই দু’দিন।
ব্রিটেনের এই ইউকেবিসি বঙ্গসম্মেলন শুধুই কি বিদেশের মাটিতে বাঙালিদের একটু আনন্দ নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও চিন্তাধারা? এই প্রসঙ্গে ইউকেবিসির সদস্য সুমনা আদক TV9 বাংলাকে জানিয়েছেন, বিদেশের মাটিতে থেকে যে বাঙালি প্রজন্ম বড় হচ্ছে, তার সঙ্গে বাঙালির সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়া এবং এই ধারাকে বজায় রাখাই হল এই বঙ্গসম্মেলনের মূল উদ্দেশ্য। ইউকেবিসির অন্যতম মুখপাত্র অনির্বান মণ্ডল বলেন, ‘‘শুধু ব্রিটেনেই নয়, ধীরে-ধীরে ইউরোপে অন্য প্রান্তের বাঙালিরাও সামিল হবেন এই মঞ্চে। উদ্দেশ্য হবে একটাই ‘একসাথে পথচলা’; যার শুরুটা তো হয়েই গেল। আর সেটাই হবে আগামী প্রজন্মের দিশারী।’’
নাচ, গান, কুইজ, তর্ক, শ্রুতিনাটক, চলচ্চিত্র, বইমেলা, আড্ডা, খাওয়া-দাওয়া সব কিছু নিয়েই এই দু’দিন জমজমাট থাকবে ক্যাম্বারনির কলেজ প্রাঙ্গণ। এই বছর বিশেষ জোর দেওয়া হয়েছে খাবারের ওপর; যতই হোক ভোজনরসিক বাঙালি। একাধারে এই অনুষ্ঠানের মূলপর্বে শিক্ষা, সাহিত্য, খেলা, ব্যবসা… বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট বাঙালিদের সম্মানও জানান হবে। এখানেই শেষ নয়, এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে চলেছেন অনেক বাঙালি তারকাও। শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা, ক্যাকটাস, জয় সরকার, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, মমতা শঙ্কর ও রজতাভ দত্তের মতো একাধিক শিল্পী যোগ দেবেন এই অনুষ্ঠানে।
যদিও এই প্রথমবার নয়; ব্রিটেনের এই বঙ্গ-সম্মেলনের সূচনা হয়েছিল ২০১৮ সালে। কিন্তু বাঙালি জাতি তো আর নেহাত ছোট নয়, তাই সম্ভব হয়নি তাদের এক ছাদের তলায় আনা। তাই প্রথম থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়ে আসছে ব্রিটেনের এই বঙ্গ-সম্মেলন। তারই মাঝে করোনার প্রকোপ। তবে এবার আর ভার্চুয়াল নয়, বরং করোনা বিধি মেনেই ক্রেম্ব্রিজের ক্যাম্বারনি ভিলেজ কলেজ সেন্টারে অনুষ্ঠিত হবে ইউকেবিসি বঙ্গসম্মেলন।
আরও পড়ুন: মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন কবীর সুমন
আরও পড়ুন: অকপট চূর্ণী গঙ্গোপাধ্যায়; এক্সক্লুসিভভাবে শেয়ার করলেন করণ জোহরের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা