Rekha: ১৫ বছরের রেখাকে ‘জোর করে চুমু’ খান কোন বাঙালি হিরো?
Rekha: রেখা-- বলিউডের এক রঙিন নাম তিনি। আজ তাঁর জন্মদিন। তাঁর জীবন যেন এক ক্যানভাস। যে ক্যানভাসের টানে হাজির হয়েছেন কত শিল্পী। নায়িকার জীবনের সংগ্রাম, ওঠাপড়া, অন্ধকার দিকের কথা কম বেশি সকলেরই জানা। তবে জানেন কি একবার এক বাঙালি অভিনেতার বিরুদ্ধে রেখাকে জোর করে চুম্বনের অভিযোগ ওঠে? কে তিনি? রেখার আত্মজীবনী 'রেখা, দ্য আনটোল্ড স্টোরি'তে সেই গল্পই তুলে ধরা হয়েছিল।
রেখা– বলিউডের এক রঙিন নাম তিনি। আজ তাঁর জন্মদিন। তাঁর জীবন যেন এক ক্যানভাস। যে ক্যানভাসের টানে হাজির হয়েছেন কত শিল্পী। নায়িকার জীবনের সংগ্রাম, ওঠাপড়া, অন্ধকার দিকের কথা কম বেশি সকলেরই জানা। তবে জানেন কি একবার এক বাঙালি অভিনেতার বিরুদ্ধে রেখাকে জোর করে চুম্বনের অভিযোগ ওঠে? কে তিনি? রেখার আত্মজীবনী ‘রেখা, দ্য আনটোল্ড স্টোরি’তে সেই গল্পই তুলে ধরা হয়েছিল। যদিও সেই অভিনেতাও পাল্টা যুক্তি দিয়েছিলেন। অভিনেতা আর কেউ নন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ছবির নাম ছিল ‘আনজানা সফর’, পরে যদিও নাম বদলে ‘দো শিকারি’ রাখা হয়। রেখা তখন খুবই ছোট। মাত্র ১৫ বছর বয়স তাঁর। রেখার আত্মজীবনীতে লেখা ওই ছবির শুটিংয়ের সময় পরিচালক কুলজিৎ পাল ও বিশ্বজিৎ রেখার সঙ্গে এক রোম্যান্টিক দৃশ্যের পরিকল্পনা করে। যদিও রেখা এ বিষয়ে বিন্দুমাত্র অবগত ছিলেন না। যেই না পরিচালক ‘অ্যাকশন’ বলেন তখনই রেখাকে কাছে টেনে বিশ্বজিৎ তাঁর ঠোঁটে চুমু খেতে শুরু করেন। রেখার আত্মজীবনী বলছে, এই গোটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। তাঁর পিছনে চুপিসারে পরিচালক ও নায়ক মিলে যে এমন ফন্দি এঁটেছেন সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না তাঁর। তিনি কাঁদছিলেন, কিন্তু না, তাঁর কথা কানে তোলা হয়নি।
৬০-এর দশকে ঠোঁটে চুমু মোটেও সহজ বিষয় ছিল না। এই নিয়ে হয়েছিল অনেক আলোচনা। যদিও বহু বহু বছর পর ২০১৮ সালে বিশ্বজিৎ দাবি করেছিলেন, আদপে এমনটা হয়নি। তাঁর বক্তব্য ছিল, ছবিটিতে চুম্বনে র দৃশ্য ছিল, সেই কারণে রেখাকে তিনি চুমু খান। যদিও বই বলছে, সেই চুমুর স্থায়িত্ব নাকি ছিল ৫ মিনিট। সে সব অতীত। আজ অর্থাৎ মঙ্গলবার জীবনের ৬৯টি বসন্ত করে ফেললেন রেখা। চিরসবুজ কথাটাও যেন তাঁর কাছে নেহাতই ফিকে। তিনি এক, তিনিই অদ্বিতীয়, বহু পুরুষের চোখে আজও তিনি স্বপ্নের সেই সুন্দরী।