Zayn-Gigi Separation: দু’বছরের সম্পর্কের পর ছাড়াছাড়ি জায়েন-গিগির; মেয়ে খাইকে একসঙ্গে মানুষ করবেন তাঁরা
আপাতত আলাদাই আছেন জায়েন-গিগি। তাঁদের সন্তান খাইও বাবা-মায়ের আদরে বড় হচ্ছে।
তাঁদের দু’বছরের সম্পর্ক। ছাড়াছাড়ি হয়ে গেল। আলাদা হয়ে গেলেন ব্রিটিশ গায়ক জায়েন মালিক ও আমেরিকান মডেল গিগি হাদিদ। তাঁদের ছোট একটি কন্যা সন্তানও আছে। তার নাম খাই। এখন কী হবে খাইয়ের? জায়েন ও গিগি ঠিক করেছেন, একরত্তি মেয়েকে বাবা-মা দু’জনেরই ভালবাসা, স্নেহ ও মমতা দিয়ে বড় করবেন তাঁরা। বর্তমান আধুনিক সমাজে যেটাকে বলা হয় কো-প্যারেন্টিং।
শোনা যাচ্ছে, অনেকদিন হয়েছে, এই তারকা জুটি নাকি আর একসঙ্গে থাকেন না। এসঙ্গে না থাকলেও সন্তানের দেখভাল করেন দু’জনেই। তাঁরা দু’জনেই ভাল বাবা-মা। খাই দু’জনের কাছেই ভালভাবে থাকে।
তবে গিগির সঙ্গে যুক্ত কর্মীরা সংবাদ-মাধ্যমকে একাধিকবার জানিয়েছেন, গিগি নাকি একাই মেয়ের দেখাশোনা করেন। মেয়ের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে তিনি নাকি অন্য কারও হস্তক্ষেপ সহ্য করেন না।
জায়েন-গিগির ছাড়াছাড়ি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, সে সময় গিগির মা ইয়োল্যান্ডা হাদিদ দাবি করেছিলেন, জায়েন তাঁর গায়ে হাত তুলেছেন। সে সময় গিগি বাড়িতে ছিলেন না। পুলিশের কাছে অভিযোগ দায়ের করার কথাও নাকি ভেবেছিলেন ইয়োল্যান্ডা।
শাশুড়িকে মার – এই অভিযোগের কথা সামনে আসার পর জায়েন টুইটারে নিজের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর পার্টনার গিগি বাড়িতে ছিলেন না। সপ্তাহখানেকের জন্য বাইরে গিয়েছিলেন। সে সময় তাঁদের বাড়িতে আসেন ইয়োল্যান্ডা। গোটা ঘটনা জনসমক্ষে আসায় ক্ষুব্ধ হয়েছেন জায়েন। তিনি মনে করেন, বিষয়টা পারিবারিক ও ব্যক্তিগতই রাখতে পারতেন ইয়োল্যান্ডা।
আপাতত আলাদাই আছেন জায়েন-গিগি। তাঁদের সন্তান খাইও বাবা-মায়ের আদরে বড় হচ্ছে।