AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিক্রম ভাটের ছবিতে দর্শনা, সঙ্গে মিঠুন-পুত্র নমশি

কিন্তু বলিউডে এই মুহূর্তে একেবারে চর্চায় নেই ভাট ক্যাম্প। বিক্রম কোনও ছবি তৈরি করলে, তা নিয়ে দর্শকের কতটা আগ্রহ থাকবে, সেটা দেখার। এক সময়ে পাওলি দামের বলিউডে উত্থান অবশ্য ভাট ক্যাম্পের হাত ধরে হয়েছিল। মহেশ ভাট থেকে মুকেশ ভাট, তাঁরা কতগুলো হিন্দি ছবি উপহার দেবেন দর্শকদের আগামী দিনে, সেটা দেখার জন্য বলিউডের সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা অপেক্ষারত।

বিক্রম ভাটের ছবিতে দর্শনা, সঙ্গে মিঠুন-পুত্র নমশি
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2025 | 8:45 AM

বিক্রম ভাটের নতুন ছবিতে কাজ করছেন দর্শনা বণিক। রহস্যে মোড়া ছবি ‘বিরাট’-এর প্রধান চরিত্রে থাকছেন দর্শনা। একই ছবিতে একটা চরিত্রে দেখা যাবে মিঠুন পুত্র নমশি চক্রবর্তীকে। ব্রিটিশ আমলে উত্তর ভারতে একটা মন্দির ভাঙার প্রচেষ্টা হয়। তবে সেই কাজে বাধা আসে। সেই প্রেক্ষাপটেই এগোবে গল্প। এই ছবির শুটিং এগোচ্ছে।

লক্ষণীয় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আগামী ছবিতে লক্ষীপ্রিয়া চরিত্রটা করার কথা ছিল দর্শনার। তবে সেই ছবি দর্শনা করতে পারছেন না, হিন্দি প্রোজেক্টের শুটিংয়ের জন্য। বিক্রম ভাট এক সময়ে ‘রাজ’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন। সম্প্রতি একটা সাক্ষাত্‍কারে তাঁর বক্তব্য ছিল, মাস অডিয়েন্সকে ভুলে যাওয়ার বিষয়টা ঠিক হচ্ছে না।

কিন্তু বলিউডে এই মুহূর্তে একেবারে চর্চায় নেই ভাট ক্যাম্প। বিক্রম কোনও ছবি তৈরি করলে, তা নিয়ে দর্শকের কতটা আগ্রহ থাকবে, সেটা দেখার। এক সময়ে পাওলি দামের বলিউডে উত্থান অবশ্য ভাট ক্যাম্পের হাত ধরে হয়েছিল। মহেশ ভাট থেকে মুকেশ ভাট, তাঁরা কতগুলো হিন্দি ছবি উপহার দেবেন দর্শকদের আগামী দিনে, সেটা দেখার জন্য বলিউডের সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা অপেক্ষারত।

সম্প্রতি নমশি একটা সাক্ষাত্‍কারে বলেছেন, মিঠুন চক্রবর্তী যখন বলিউডে সফল হচ্ছিলেন, তখনও মিডিয়ার কোনও সমর্থন পাননি। ইরফান খানের ছেলে বাবিল খান যেমন বলিউডকে ফেক ইন্ডাস্ট্রি বলে দাগিয়ে দিয়েছেন, তেমনই নমশির ক্ষোভ প্রকাশ্যে এসেছে। তবে মিমো চক্রবর্তী বা নমশি চক্রবর্তী, যতটুকু কাজ করেছেন এখনও পর্যন্ত, তাতে বিশেষ সাফল্য পাননি, সেটা স্পষ্ট।