একটা-দু’টো নয়, ৭৮টা ঘুমের ওষুধ খেয়েছিলেন গায়িকা দেবলীনা! তারপর?
গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টা ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। কেউ তাঁর পাশে দাঁড়িয়েছেন। আবার নেটিজদেনদের কারও প্রশ্ন, আত্মহত্যা করার সময়ে ফেসবুক লাইভ! আবার বেঁচে গিয়ে হাসপাতাল থেকে ফেসবুক লাইভ! এটা কি সাজানো?

গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টা ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। কেউ তাঁর পাশে দাঁড়িয়েছেন। আবার নেটিজদেনদের কারও প্রশ্ন, আত্মহত্যা করার সময়ে ফেসবুক লাইভ! আবার বেঁচে গিয়ে হাসপাতাল থেকে ফেসবুক লাইভ! এটা কি সাজানো?
মঙ্গলবার সকালে এমন সমালোচনার কড়া জবাব দিল দেবলীনা নন্দীর পরিবার। দেবলীনার প্রোফাইল থেকেই আবার ফেসুবক লাইভ করা হলো। যেখানে উপস্থিত ছিলেন দেবলীনার পরিবারের একজন এবং তাঁর মা। তিনি বলেন, ”গত তিনদিন ধরে দেবলীনাকে ঘিরে যেসব হচ্ছে, সেগুলো দেখছি। অনেকেই দেখছি, সমালোচনা করছেন। বলছেন সোশ্যাল মিডিয়াতে ভিউ বাড়ানোর জন্য এমন পদক্ষেপ। কিন্তু দেবলীনার সেটা করার দরকার পড়ে না। দেবলীনা একটা-দু’টো নয়, ৭৮টা ঘুমের ওষুধ খেয়েছিল। তার প্রমাণ আমাদের কাছে আছে। কতটা কষ্ট পেলে একজন মেয়ে এমন করতে পারেন, সেটা ভাবা দরকার।”
দেবলীনার পরিবার থেকে যোগ করা হয়, ”দেবলীনা কী ধরনের নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছিল, সে কথা ওকে সামনে আনার জন্য বলেছিলাম আমরা। বাইরে সব কিছু ভালো দেখালেই যে আসলে তা নয়, একদিন যে এটাই ওকে সমস্যায় ফেলবে, সে কথা বলেছিলাম আমরা।” দেবলীনার পরিবারের কথা থেকে স্পষ্ট, এক-দু’ দিনের সমস্যা নয়, বছর খানেক ধরেই সমস্যা চলছিল।
দেবলীনার এক বন্ধু জানালেন, ”ভালো করে খোঁজ নিলে জানতে পারবেন, বিয়ের আগেও দেবলীনা আর প্রবাহর সমস্যা হয়েছে। ওদের এনগেজমেন্ট হওয়ার পর ভেঙে গিয়েছিল। তারপর আবার মনে হয়, বিয়ে হয়ে গেলে সব কিছু ঠিকভাবে এগোবে। কিন্তু বিয়ের পর একসঙ্গে থাকতে শুরু করে ওরা। সমস্যা বাড়তে থাকে।” তবে সেই সমস্যা যে আত্মহত্যার পথ বেছে নেওয়ার দিকে ঠেলে দিতে পারে, সেটা অনুভব করেনি দেবলীনার প্রিয়জনরা।
