অপেশাদার আচরণ, ৬ ঘণ্টার বেশি শুটিং নয়, তাই বাদ পড়লেন দীপিকা?
বলিউডের এক সূত্রের খবর, মা হওয়ার পর দীপিকা নাকি দিনে আট ঘণ্টার বেশি কাজ করতে চান না। সেক্ষেত্রে তিনি দিনে ছ' ঘণ্টা শুটিং করতে পারবেন। এ কথা শোনার পরই দীপিকাকে বাদ দিয়ে ছবিটা করার কথা ভাবতে শুরু করেছেন সন্দীপ। তিনি নাকি ছবির জন্য অন্য নায়িকা খুঁজতে শুরু করেছেন। এই ছবির জন্য দীপিকা ২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন, সে খবর ছড়িয়ে পড়েছে। এখন শোনা গিয়েছে, ছবির শুটিং যদি ১০০ দিনের বেশি হয়, তা হলে দীপিকাকে বাড়তি টাকা দিতে হবে, এমনটা নাকি দাবি করা হয়েছে নায়িকার টিমের তরফে।

‘অ্যানিম্যাল’ বা ‘কবীর সিং’-এর মতো ছবির পর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করতে চান বলিউডের তাবড় তারকারা। সকলেই জানতেন সন্দীপের পরের ছবির নায়ক প্রভাস। আর তাঁর সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এই ছবির শুটিং কবে শুরু হবে, তা নিয়ে প্রশ্ন ঘুরছিল। এখন জানা গিয়েছে, আগামী দু’ তিন মাসের মধ্যে ছবির শুটিং শুরু হবে। তবে বাধ সেধেছে দীপিকা পাড়ুকোনের বায়নাক্কা!
বলিউডের এক সূত্রের খবর, মা হওয়ার পর দীপিকা নাকি দিনে আট ঘণ্টার বেশি কাজ করতে চান না। সেক্ষেত্রে তিনি দিনে ছ’ ঘণ্টা শুটিং করতে পারবেন। এ কথা শোনার পরই দীপিকাকে বাদ দিয়ে ছবিটা করার কথা ভাবতে শুরু করেছেন সন্দীপ। তিনি নাকি ছবির জন্য অন্য নায়িকা খুঁজতে শুরু করেছেন। এই ছবির জন্য দীপিকা ২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন, সে খবর ছড়িয়ে পড়েছে। এখন শোনা গিয়েছে, ছবির শুটিং যদি ১০০ দিনের বেশি হয়, তা হলে দীপিকাকে বাড়তি টাকা দিতে হবে, এমনটা নাকি দাবি করা হয়েছে নায়িকার টিমের তরফে।
যদিও এই ব্যাপারে প্রযোজনা সংস্থার তরফে কী ঘোষণা করা হয়, সেদিকে নজর রাখতে হবে। মা হওয়ার পর দীপিকা কাজে বিরতি নিয়েছেন। প্রভাসের সঙ্গে তিনি আগেই কাজ করে ফেলেছেন। এখন সামনে কিং খানের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে দীপিকাকে। কিন্তু তার বাইরে আর কোন ছবি করছেন দীপিকা, তা ঠিক বোঝা যাচ্ছে না। এখন দীপিকা আর সন্দীপের লড়াই কতদূর গড়ায়, সেটা দেখার অপেক্ষা।





