সমীর ওয়াঙ্কখেরের করা মামলায় বিশাল স্বস্তিতে শাহরুখ-আরিয়ান
মামলা দায়ের করার পর মামলার ফলের জন্য অপেক্ষা করছিলেন অনেকেই। দিল্লি হাইকোর্ট এই মামলার শুনানি নিতে অস্বীকার করে। বিচারপতি পুরুষাইন্দ্র কুমার কৌরভ স্পষ্ট জানিয়ে দেন, এই মামলার ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের বিচারিক ক্ষমতা নেই। কারণ, মামলার সঙ্গে যুক্ত ঘটনার অধিকাংশই মুম্বইয়ের সঙ্গে যুক্ত এবং ঘটনাবলির সূত্রপাতও সেখানেই। ফলে দিল্লিতে এই মামলা চলতে পারে না বলে মন্তব্য করে আদালত আবেদন খারিজ করে দেন বিচারপতি।

শাহরুখ খান ও তাঁর ছেলে আরিয়ান খানকে নিয়ে করা মানহানি মামলায় এবার বড় ধাক্কা খেলেন প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াঙ্কখেরে। আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজকে কেন্দ্র করে দায়ের করা তাঁর আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।
আদালতে সমীর ওয়াঙ্কখেরের অভিযোগ ছিল, ওয়েব সিরিজটিতে এমন কিছু চরিত্র ও দৃশ্য রয়েছে যা দেখা তাঁর মনে হয়েছে তাঁকে ইঙ্গিত করা হয়েছে। এর ফলে তাঁর ব্যক্তিগত সম্মান ও পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। সেই কারণেই শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট, নেটফ্লিক্স এবং নির্মাতাদের বিরুদ্ধে মানহানির মামলা করেন ওয়াঙ্কখেরে।
মামলা দায়ের করার পর শুনানির জন্য অপেক্ষা করছিলেন অনেকেই। দিল্লি হাইকোর্ট এই মামলার শুনানি নিতে অস্বীকার করে। বিচারপতি পুরুষাইন্দ্র কুমার কৌরভ স্পষ্ট জানিয়ে দেন, এই মামলার ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের বিচারাধীন ক্ষমতা নেই। কারণ, মামলার সঙ্গে যুক্ত ঘটনার অধিকাংশই মুম্বইয়ের সঙ্গে যুক্ত এবং ঘটনাবলীর সূত্রপাতও সেখানেই। ফলে দিল্লিতে এই মামলা চলতে পারে না বলে মন্তব্য করে আদালত আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি।
তবে আদালত একই সঙ্গে জানিয়েছে, সমীর ওয়াঙ্কখেরে চাইলে অন্য আদালতে নতুন করে এই মামলা দায়ের করতে পারেন। অর্থাৎ আইনি লড়াই পুরোপুরি বন্ধ হয়নি, শুধু দিল্লি হাইকোর্টে সেই মামলা চলবে না বলে জানিয়েছেন বিচারপতি।
উল্লেখ্য ২০২১ সালের ক্রুজ মাদককাণ্ডে আরিয়ান খান গ্রেপ্তারের সময় তদন্তকারী আধিকারিক ছিলেন সমীর ওয়াঙ্কখেরে । সেই ঘটনার পর থেকেই দুপক্ষকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজ নিয়ে বিতর্কের পেছনে পুরনো ঘটনার ছায়া পড়েছে বলে মনে করছেন অনেকে।
এই রায়ের পর বলিউড ও আইনি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এই মামলা কি এবার মুম্বইয়ের কোনও আদালতে নতুন রূপে ফিরবে, নাকি এখানেই থামবে সেই প্রশ্ন অনেকের মনে। তবে আপাতত বর্তমান রায়তে স্বস্তিতে রয়েছেন শাহরুখ খান ও আরিয়ান খান ও তাঁদের টিম। তবে সমীর ওয়াঙ্কখেরে যদি নতুন করে উপযুক্ত আদালতে মামলা দায়ের করেন, তা হলে এই বিতর্ক আবারও নতুন মোড় নিতে পারে। এখন ভক্তরা ভাবনায় রয়েছেন, তিনি পরবর্তী কোনও আইনি পদক্ষেপ নেবেন, নাকি এখানেই ইতি টানবেন এই দীর্ঘদিনের বিতর্কের।
