টেলিভিশনে দেব-রুক্মিণীর পারফরম্যান্স, কিন্তু কোন অনুষ্ঠানে?
‘ডান্স জান্স জুনিয়র সিজন ২’-এ বিচারকের দায়িত্ব সামলেছেন দেব। সঙ্গে ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেই শুটিংয়ের মধ্যেই এই অ্যাওয়ার্ড শো-এর শুটিং রুক্মিণীর সঙ্গে সেরে ফেলেছেন দেব।
প্রকাশ্যেই দেব (Dev Adhikari) স্বীকার করে নেন, অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) তাঁর বান্ধবী। তাঁদের প্রেমের সম্পর্ক। কিন্তু রুক্মিণীর কাছে দেব সম্পর্কে জানতে চাইলে, এখন উত্তর আসে বন্ধু। এ হেন জুটি পর্দায় একসঙ্গে পারফর্ম করলে তা দেখার আগ্রহ দর্শকের থাকবে বৈকি! বাংলার একটি বেসরকারি চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর দিন কয়েদের মধ্যেই দেখা যাবে দেব-রুক্মিণীর পারফরম্যান্স। সম্প্রতি তার শুটিং শেষ করে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের এই খবর নিজেই জানান নায়িকা।
সূত্রের খবর, ওই অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গায়ক কুমার শানু সহ একাধিক ব্যক্তিত্বের পারফরম্যান্স দেখতে পাবেন দর্শক। ইন্দ্রাণী হালদার, তৃণা সাহা সহ টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় বহু তারকাই পারফর্ম করবেন।
View this post on Instagram
‘ডান্স জান্স জুনিয়র সিজন ২’-এ বিচারকের দায়িত্ব সামলেছেন দেব। সঙ্গে ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেই শুটিংয়ের মধ্যেই এই অ্যাওয়ার্ড শো-এর শুটিং রুক্মিণীর সঙ্গে সেরে ফেলেছেন দেব। তাঁদের কেমিস্ট্রি বড়পর্দায় পছন্দ করেছেন দর্শক। একসঙ্গে তাঁদের নাচও সিনেমাতে দেখেছেন সকলে। এ বার স্টেজে পারফরম্যান্স। সেখানেও এই জুটির রসায়ন লাইমলাইট কেড়ে নেবে বলে বিশ্বাস সকলের।
View this post on Instagram
এই শুটিংয়ের গ্রুপ ছবি শেয়ার করে রুক্মিণী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার প্রথম পারফরম্যান্স খুব ভাল ভাবে শেষ হয়েছে’। সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন, করোনা আক্রান্ত আমির খান, বাড়িতেই রয়েছেন কোয়ারেন্টাইনে